জি৭ বৈঠকের প্রথম দিন বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে 'এক বিশ্ব এক স্বাস্থ্য' নীতি'র টোটকা দিলেন অন্যান্য রাষ্ট্র নেতাদের।

অতিমারি আবহে বৈঠকের মুখ্য আলোচ্য বিষয় স্বাস্থ্য ব্যবস্থা। অতিমারির দ্বিতীয় ঢেউয়ের কবলে পড়ে নাজেহাল হয়েছিল ভারত। মেডিক্যাল অক্সিজেন, অক্সিজেন সাপ্লাই দেওয়া সরঞ্জামের অভাব, কোভিড টিকার অভাব ইত্যাদি কারণে কার্যত ঢাল, তলোয়ার বিহীন হয়ে পড়েছিল ভারতীয় চিকিত্‍সা পরিষেবা।যদিও ওষুধ প্রস্তুতকারক দেশ হিসেবে ভারতের সুনাম দীর্ঘদিনের। তবুও দেখা দিয়েছিল অভাব। এমন পরিস্থিতিতে অন্য দেশের দিকে তাকিয়ে থাকতে হয়েছিল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারকে। ভারতের বিপদের দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বহু দেশ। এ ব্যাপারে বৈঠকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদি।যদিও ওষুধ প্রস্তুতকারক দেশ হিসেবে ভারতের সুনাম দীর্ঘদিনের। তবুও দেখা দিয়েছিল অভাব। এমন পরিস্থিতিতে অন্য দেশের দিকে তাকিয়ে থাকতে হয়েছিল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারকে। ভারতের বিপদের দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বহু দেশ। এ ব্যাপারে বৈঠকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদি।,



যুক্তরাষ্ট্রের মেতৃত্বে এবারের জি৭ বৈঠকে ভারত ছাড়াও আমন্ত্রিত দেশ হিসেবে উপস্থিত অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া। মোদি বলেছেন, কঠিন পরিস্থিতির বিরুদ্ধে মোকাবিলা করার জন্য সর্বতোভাবে চেষ্টা করে চলেছে ভারত। তৃণমূল স্তরেও চলছে মোকাবিলা। করোনার নতুন প্রজাতির বিরুদ্ধে ভারতের এই লড়াই আগামী দিনে গোটা বিশ্ব জানবে বলে দাবি করেছেন তিনি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours