চিনের সিয়ান শহরের সবজি বাজারের একটি সিসিটিভির ফুটেজে দেখা যায়, রবিবার সকাল থেকে ভিড় জমেছিল বাজারে। বাজারের মধ্যেই একটি বিল্ডিংয়েও রেস্তরা এবং বাজার রয়েছে। সকাল সাড়ে ছ'টা নাগাদ আচমকাই সেই বিল্ডিংয়ের একতলায় বিস্ফোরণ হয়। নিমেষের মধ্যে বাড়িটি ভেঙে গুড়িয়ে যায়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আর্ত চিত্‍কারে ভরে যায় গোটা এলাকা।


রবিবার সকালে বিস্ফোরণে কেঁপে উঠল চিনের সিয়ান শহর। এই বিস্ফোরণে ইতিমধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। দেড়শো জনের বেশি গুরুতর জখম হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তত্‍পরতায় ধ্বংসস্তূপ থেকে শতাধিক ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাওয়াদ্রুত উদ্ধারকারীরা এসে সকলকে উদ্ধার করেন। বহু মানুষ এখনও ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গ্যাসের পাইপলাইন থেকেই এই বিস্ফোরণ।


শহরের সরকারি হাসপাতালে চিকিত্‍সা শুরু হয়েছে আহতদের। তাঁদের বাঁচাতে প্রচুর রক্তের প্রয়োজন বলে জানিয়েছেন চিকিত্‍সকরা। তাই শহরবাসীকে রক্তদানের আরজি জানিয়েছেন তাঁরা।











Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours