জনসাধারণের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে ভারত সরকার রেশন দেয়। রেশন কার্ডধারীদের প্রতিমাসে ২ থেকে ৩ টাকায় ৫ কেজি গম ও চাল দেয় সরকার।

ভারতে তিন ধরণের রেশন কার্ড ইস্যু করা হয়। দারিদ্র্যসীমার উপরের মানুষেরা এপিএল কার্ড (APL) পান। দারিদ্র্যসীমার নিচে যাঁরা রয়েছেন তাঁদের জন্য বিপিএল(BPL) কার্ড। এর সঙ্গে দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে 'অন্ত্যোদয়ের রেশন কার্ড' ইস্যু করে সরকার।

বিপিএল কার্ড এবং অন্ত্যোদয় রেশন কার্ডধারীরা তুলনামূলকভাবে বেশি রেশন পান। অনেকক্ষেত্রে দেখা গিয়েছে কেউ কেউ এই ধরনের রেশন কার্ড পেতে জাল নথি জমা দেয়। অনেকক্ষেত্রে রেশন কার্ডধারী ব্যক্তির মৃত্যুর পরেও পরিবারের সদস্যরা তাঁর কোটার রেশন নেওয়ার ঘটনাওএমনটা করলে আইনত কারদণ্ড বা জরিমানা অথবা উভয়ই হতে পারে। অতএব, রেশন কার্ডের আবেদনের সময়ে খাদ্য বিভাগকে সঠিক তথ্য দিন। নয়তো পরবর্তী সময়ে সমস্যা হতে পারে।


এছাড়া জাল রেশন কার্ড তৈরী করলে ভারতের খাদ্য সুরক্ষা আইনের আওতায় পাঁচ বছরের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে


এর পাশাপাশি কার্ড তৈরীর জন্য খাদ্য বিভাগের কোনও কর্মচারী-আধিকারিককে ঘুষ দেওয়াও আইনত দন্ডনীয়। ঘুষ গ্রহীতা ও প্রদানকারী উভয়েরই জরিমানা ও কারাদণ্ড হতে পারে।।



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours