হাইলাইটস

  • রবিবার বারাসতের এক অনুষ্ঠানে এসে সরাসরি নরেন্দ্র মোদীকে তোপ দেগেছেন তৃণমূলের যুব সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য।
  • চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন রাজ্য BJP-র দিকেও।
  • তাঁর কথায়, 'বাংলা থেকে পাঁচটার বেশি আসন পাবে না BJP।'
মমতা বন্দ্যোপাধ্যায় যদি ২০২৪-এ প্রধান বিরোধী মুখ হন, তাহলে আর নরেন্দ্র মোদী লালকেল্লায় ভাষণ দিতে পারবেন না', রবিবার বারাসতের এক অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করলেন তৃণমূলের যুব সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য। সরাসরি নরেন্দ্র মোদীকে তোপ দেগেছেন এবার। চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন রাজ্য BJP-র দিকেও। তাঁর কথায়, 'বাংলা থেকে পাঁচটার বেশি আসন পাবে না BJP।'

এদিন দেবাংশু আরও বলেন, 'BJP-র শীর্ষ নেতৃত্ব চাইছে যেনতেন উপায়ে এই বাংলা দখল করতে। ২০০ আসনের কথা বলেছিল। অথচ আটকে যেতে হল ৭৭-এ। বিষয়টি BJP মেনে নিতে পারছে না। সেই কারণেই মন্ত্রীদের গ্রেফতারি থেকে রাজ্যের আমলাকে ডেকে পাঠানোর মত কাজ করছে পদ্ম শিবির। তারা চেষ্টা করছে রাজ্যকে ডিস্টার্ব করতে। এখন তো আবার রাষ্ট্রপতি শাসন চাইছে। অর্থাৎ BJP যেন তেন প্রক্রিয়া এই রাজ্যের ক্ষমতাটা চাইছে।' কেন্দ্রকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি আরও বলেন, 'বুকের পাটা থাকলে রাষ্ট্রপতি শাসন করে দেখাক কেন্দ্র।'

এদিকে রাজ্যপাল প্রসঙ্গে দেবাংশুর মন্তব্য, রাজ্যপাল BJP-র মুখপাত্র। আলাদা করে ওনার নামটা নিতেই চাইনা। তাঁর নাম নিলে দিনটা খারাপ যায়। উল্লেখ্য, কিছুদিন আগেই #DhankarAbBandhKar ক্যাম্পেইন চালু করেছিলেন তিনি।
প্রসঙ্গত, নির্বাচনের আগে থেকেই ২১০ আসনে জিতবেন চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন দেবাংশু। 'খেলা হবে'-র তালে যেন বুঝিয়ে দিচ্ছিলেন বাংলা কঠিন ঠাঁই। BJP-কে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার পর লাইভে এসে কেঁদে ফেলেছিলেন তিনি। কান্না জড়ানো গলায় বলেছিলেন, 'খেলাটা কেমন হল! ভালো লাগল তো!' দেবাংশু বলেন, 'অনেক ব্যক্তিগত আক্রমণ সহ্য করেছি...'। কথা বলতে বলতে কেঁদে ফেলেন দেবাংশু। কান্না জড়ানো গলায় বলেন, ' আমার মা, বাবা, দিদি টেনশনে বাইরে বার হতে পারত না। ছেলে রাজনীতি করে। যদি কিছু একটা হয়ে যায়। আজ বেইমানরা জিতছে না। খেলা হয়েছে।'
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours