আরও প্রায় ৫৩ হাজার ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি সহ বাড়ি দিচ্ছে বাংলাদেশ সরকার। রবিবার, এই সব পরিবারের হাতে এই জমি বিতরণ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশে যাদের বাড়ি, জমি নেই তাদের বাড়ি দেওয়ার জন্য একটি বিশেষ প্রকল্প নিয়েছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস জানান, আগামী রবিবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই গৃহহীনদের মধ্যে বাড়ি বিতরণ করবেন। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে আরও ৫৩ হাজার ৩৪০টি জমিসহ বাড়ি বিতরণ করা হবে।

আরও প্রায় ৫৩ হাজার ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি সহ বাড়ি দিচ্ছে বাংলাদেশ সরকার। রবিবার, এই সব পরিবারের হাতে এই জমি বিতরণ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশে যাদের বাড়ি, জমি নেই তাদের বাড়ি দেওয়ার জন্য একটি বিশেষ প্রকল্প নিয়েছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস জানান, আগামী রবিবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই গৃহহীনদের মধ্যে বাড়ি বিতরণ করবেন। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে আরও ৫৩ হাজার ৩৪০টি জমিসহ বাড়ি বিতরণ করা হবে।

এই ধরনের প্রকল্প আগে কোনও দেশে নেওয়া হয় নি’ ,দাবি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের। তিনি জানান, আগামী ডিমেম্বর মাসের মধ্যে আরও এক লাখ জমি-বাড়িহীন মানুষের হাতে এই ধরনের টিনের ছাউনি দেওয়া পাকা বাড়ি তুলে দেওয়া হবে। কায়কাউস জানান, প্রতিটি বাড়ির জন্য খরচ হচ্ছে ২ লাখ ৬০ হাজার টাকা। এর মধ্যে জমির দাম ৫০ হাজার টাকা, বাড়ি করার খরচ ২ লাখ টাকা এবং বিদ্যুৎ এবং গ্যাসের সংযোগ পাওয়ার জন্য ১০ হাজার টাকা।

আশ্রয়ণ প্রকল্প শুরু হয় ১৯৯৭ সালে, শেখ হাসিনার আমলেই। এই প্রকল্পে এখনও ৩ লাখ ৭৩ হাজার ৫৬২ টি বাড়ি দেওয়া হয়েছে।আগামী রবিবার রংপুর এলাকাতে ১২, ৪৩৬টি, চট্টগ্রাম এলাকাতে ১০, ৫৪৭টি, , ঢাকা এলাকাতে ৭,৬৩০ টি, রাজশাহী এলাকায় ৭,১৭২ টি, বরিশালে ৩৭, ১৫৩টি, খুলনায় ৯১১টি, ময়মনসিংহ এলাকাতে ২,৫১২ টি এবং সিলেট এলাকাতে ১৯৭৯টি বাড়ি দেওয়া হবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours