সিন্ডিকেট ব্যাঙ্কের (Syndicate Bank) গ্রাহকদের জন্য অত্যন্ত জরুরি খবর । কেননা গত ১ এপ্রিল থেকে সিন্ডিকেট ব্যাঙ্ক সংযুক্তিকরণের মাধ্যমেই কানাড়া ব্যাঙ্কে পরিণত হয়েছে তাই আগামী ১ জুলাই ২০২১ থেকেই ব্যাঙ্কের আইএফএসসি কোড পরিবর্তিত হচ্ছে । অর্থাত্‍ সিন্ডিকেট ব্যাঙ্কের বর্তমান আইএফএসসি কোড ৩০ জুন পর্যন্ত কাজ করবে ।১ জুলাই থেকে নতুন আইএফএসসি কোড (IFSC Code) চালু হবে । কানাড়া ব্যাঙ্কের (Canara Bank) এক আধকারিক ওয়েবসাইটে জানিয়েছেন গ্রাহকদের শাখা অনুযায়ী নতুন আইএফএসসি কোড প্রয়োগ করতে হবে ।কানাড়া ব্যাঙ্কের আইএফএসসি কোড চালু হবে এই নিয়েই বারেবারে ব্যাঙ্কের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে । SYNB দিয়ে শুরু ১১ অঙ্কের আইএসএসসি কোড ১ জুলাই থেকেই নিষ্ক্রিয় করা হচ্ছে ।
ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে SYNB দিয়ে শুরু সমস্ত আইএফএসসি কোড IFSC 01.07.2021 আগামী ৩০ জুন ২০২১ থেকে নিষ্ক্রিয় হচ্ছে । সেই জন্যই ব্যাঙ্কের পক্ষ থেকে বারেবারে অনুরোধ করা হচ্ছে NEFT/RTGS/IMPS করার সময়ে CNRB দিয়ে শুরু আইএফএসসি কোডই ব্যবহার করতে ।   নতুন আইএফএসসি ও এমআইসিআর কোড (IFSC and MICR) নিতে বা বিস্তারিত জানতে গ্রাহকদের ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours