রান্না করতে করতে মাঝপথে সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যাওয়ার সমস্যার মুখোমুখি হয়েছেন অনেকেই। বাড়িতে রিজার্ভ সিলিন্ডার না থাকলে স্বাভাবিকভাবেই সমস্যা আরো বেড়ে যায়। অনেক সময়ই বুক করার পরেও ঠিক সময়ে এসে পৌঁছায় না গ্যাস সিলিন্ডার কিম্বা প্রতিদিনের ব্যস্ত জীবনে সঠিক সময়ে সিলিন্ডার রিফিল করানোর কথা মনে থাকেনা। আর এরই মাঝে যদি রিজার্ভ সিলিন্ডারটাও খালি বেরোয়, তাহলে বুঝতেই পারছেন কেমন সমস্যা হয়।আজ আপনাদের জানাবো এমনই একটি সহজ কৌশল, যা ব্যবহার করলে আগে থেকেই আপনি জানতে পারবেন মোটামুটি কত দিনের মধ্যে শেষ হতে পারে আপনার সিলিন্ডারের গ্যাস। কৌশলটি অত্যন্ত সহজ। প্রথমে একটি ভিজে কাপড় নিন আর তারপর সেটা ভালো করে জড়িয়ে দিন আপনার রান্নাঘরের সিলিন্ডারের গায়ে। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন কাপড়ের একটি অংশ অপেক্ষাকৃত ভাবে দ্রুত শুকিয়ে গিয়েছে এবং অন্য অংশটি তখনো ভিজে। তাহলে আপনাকে বুঝতে হবে, আদতে যতটুকু অংশ ভিজে রয়েছে ততটাই রয়েছে গ্যাস। কারণ সিলিন্ডারের যে অংশে গ্যাস রয়েছে তা অপেক্ষাকৃত ঠান্ডা হয়, আর সেই কারণেই ভিজে কাপড় দ্রুত শুকোতে পারেনা।


এখন এই ছোট্ট কৌশলটি ব্যবহার করলেই আপনি আন্দাজ করতে পারবেন কতটা গ্যাস বাকি রয়েছে সিলিন্ডারে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours