পশ্চিমবঙ্গ ঘূর্ণিঝড় ইয়াসের পর্যালোচনা বৈঠকে ডাক পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ যে ঘটনাকে কেন্দ্র করে এ রাজ্য রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে৷ এবার এই বিতর্ক আরও উস্কে দিলেন গুজরাতের কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভরত সোলাঙ্কি৷ নরেন্দ্র মোদিকে বিঁধে তাঁর প্রশ্ন, বাংলায় ঝড় নিয়ে পর্যালোচনা বৈঠকে বিরোধী দলনেতা ডাক পেলে গুজরাতে কেন ডাকা হয় না?

ইয়াসের আগেই ভারতের পশ্চিম উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় তাউকতাই৷ এই ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল গুজরাতে৷ ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকার ক্ষয়ক্ষতি পরিস্থিতি খতিয়ে দেখতে গুজরাতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানে পর্যালোচনা বৈঠকও করেন তিনি৷ কিন্তু কংগ্রেস নেতা সোলাঙ্কির অভিযোগ, মোদির সেই বৈঠকে ডাক পাননি গুজরাতের বিরোধী দলনেতা৷
ট্যুইটারে সোলাঙ্কি লিখেছেন, 'ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রীর দফতর থেকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতাকেও ডাকা হয়েছে জেনে ভাল লাগল৷ কিন্তু আমার ভেবে অবাক লাগছে, সম্প্রতি ঘূর্ণিঝড় তাউকতাই-এর জেরে গুজরাতের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনের সময় কেন এখানকার বিরোধী দলনেতাকে উনি আমন্ত্রণ জানাতে ভুলে গেলেন?'

দ্বিতীয় মনমোহন সিং সরকারের আমলে পানীয় জল এবং নিকাশী মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ছিলেন সোলাঙ্কি৷ গুজরাত প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্বও সামলে ছিলেন তিনি৷

প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে কেন শুভেন্দু অধিকারীকে ডাকা হল, তা নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ পাল্টা বিজেপি-র তরফে যুক্তি দেওয়া হচ্ছে, বিরোধী দলনেতা হিসেবেই বৈঠকে ডাক পেয়েছেন শুভেন্দু৷ পশ্চিমবঙ্গে আসার আগে ওড়িশাতেও একই ধরনের বৈঠক করেন নরেন্দ্র মোদি৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক৷ কিন্তু সেই বৈঠকেও ওড়িশার বিরোধী দলনেতা ডাক পাননি বলেই খবর৷ এবার কংগ্রেস নেতা সোলাঙ্কিও গুজরাতের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রীর অস্বস্তি আরও বাড়ালেন৷
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours