করোনা নতুন করে ভয় দেখাচ্ছে মহারাষ্ট্রে। নতুন কর লকডাউনের ভাবনাচিন্তায় রাজ্য। উদ্ভব ঠাকরে প্রশাসন জানিয়েছে, যবৎমাল ও অমরাবতী দুই জেলায় লকডাউন জারি করা হবে। টানা দশ দিন লকডাউন থাকবে যবৎমলে।ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছিল। ২৮ তারিখ পর্যন্ত যবৎমালে স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও জমায়েত করা যাবে না। এমনকি বিয়েতে নিমন্ত্রণের সংখ্যাও পঞ্চাশের মধ্যে রাখতে হবে। কড়া বিধি নিষেধ জারি করা হল যবৎমালে। মাস্ক না পড়লে ২০০ টাকা জরিমানার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
অন্যদিকে, শনিবার রাত থেকে লকডাউন জারি থাকবে অমরাবতী জেলায়। জানা গিয়েছে কোভিড আক্রান্তের সংখ্যা ৮২ থেকে এক লাফে পৌঁছে গিয়েছে ২৩০-য়ে। এই লকডাউনে জরুরি পরিষেবা অব্যাহত থাকবে। পরিস্থিতি যাতে আরও ভয়াবহ না হয় তার জন্যই এই লকডাউনের সিদ্ধান্ত।
Post A Comment:
0 comments so far,add yours