প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি বজায় রাখতে চায় না চিন। গত কয়েক মাস ধরে বারবার অনুপ্রবেশের চেষ্টা করেছে People's Liberation Army. শান্তির পরিবেশ তৈরি হলেই ব্যাঘাত ঘটিয়েছে চিন।
পূর্ব লাদাখে ফের উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। চিন আবার সেখানে ট্যাঙ্ক মোতায়েন করেছে বলে খবর।
একটি ভিডিয়োতে চিনা ট্যাঙ্কগুলি স্পষ্ট দেখা যাচ্ছে। সেই ভিডিয়ো ঘিরেই এখন প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে।Rezang La, Rechin la ও Mukhosri এলাকায় কম করে ৩০-৩৫টি ট্যাঙ্ক মোতায়েন করেছে চিন।
২৯ ও ৩০শে অগাস্ট ওই এলাকায় একাধিক শৃঙ্গ পুনরায় দখল করেছিল ভারতীয় সেনা।
ভারতীয় সেনার দখল করা সেই শৃঙ্গগুলির মুখোমুখি ট্যাঙ্ক মোতায়েন করেছে চিন। যে কোনও মুহূর্তেই সেখানে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours