আজকের দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপে স্বামী বিবেকানন্দ অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে কাকদ্বীপের ভূমিপুত্র, সুন্দরবনের নবরূপকার শ্রী মন্টুরাম পাখিরা নেতৃত্বে বাসন্তী ময়দানে এক প্রকাশ্য ঐতিহাসিক জনসমাবেশের আয়োজন করা হয়েছিল।
ওই ঐতিহাসিক জন সমাবেশের প্রধান বক্তা ছিলেন - মাননীয় মন্টুরাম পাখিরা(মন্ত্রী সুন্দরবন বিষয়ক দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার)।এছাড়াও ওই ঐতিহাসিক জনসমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কার্যকরী নেতা নেতৃবৃন্দ সহ প্রচুরসংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা,
ওই দিন তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ছয় দফা দাবি নিয়ে কাকদ্বীপের বাসন্তী ময়দানে প্রকাশ্য ঐতিহাসিক জনসমাবেশ করেন, তাদের দাবিগুলি হলো-
১.কেন্দ্রীয় সরকারের দেউলিয়া জননীতি
২. সাম্প্রদায়িক বিজেপি সরকারের কৃষক বিরোধী আইন।
৩.নিত্য প্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, ৪.দেশে বেকারত্ব।
৫.দলিল ও তপশিলি জাতি-উপজাতি ও অনগ্ৰসর সম্প্রদায়ের প্রতি অত্যাচার।
৬.সামগ্রিকভাবে রাজ্যকেবঞ্চনার প্রতিবাদ এবং পরিযায়ী শ্রমিকদের উপযুক্ত কর্মসংস্থানের দাবিতে,
এদিন ওই সভা মঞ্চ থেকে মন্ত্রী মাননীয় মন্টুরাম পাখিরা বলেন কেন্দ্রীয় সরকার তাদের এইসব দাবি পুরন না করলে তারা এরপর আরো বড়োসড়ো জনসমাবেশের ডাক দেবে।
*এছাড়াও আর এক প্রধান বক্তা - মমতা বলা ঠাকুর
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours