মোটামুটি ভাবে আগামী মাসেই দেশ জুড়ে শুরু হয়ে যেতে পারে করোনার টিকাকরণ কর্মসূচি। তবে এর আগে দেশের চার প্রান্তের চারটি রাজ্যকে টিকাকরণ পর্বের মহড়ার জন্য বেছে নিল কেন্দ্র।

জানা গিয়েছে, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ওই চার রাজ্যে এই 'ড্রাই রান' চলবে। পঞ্জাব, গুজরাট, অসম ও অন্ধ্রপ্রদেশের দু'টি করে জেলাকে বেছে নেওয়া হয়েছে। মূল টিকাকরণের প্রস্তুতি কত দূর এগিয়েছে, সেটা দেখাই এই মহড়ার লক্ষ্য। 
টিকা মজুতের স্টোরেজ পরীক্ষা, সেখান থেকে টিকা টিকাকরণ কেন্দ্রে নিয়ে যাওয়া, টিকাকরণ কেন্দ্রে চিকিৎসাকর্মী ও টিকাগ্রহীতাদের নিয়ে যাওয়া, করোনা সুরক্ষাবিধি পালন, অ্যাপে টিকাকরণের তথ্য আপলোড-- ইত্যাদি নানা কিছুর ট্রায়াল রান এই কর্মসূচির লক্ষ্য।

টিকা মজুতের স্টোরেজ পরীক্ষা, সেখান থেকে টিকা টিকাকরণ কেন্দ্রে নিয়ে যাওয়া, টিকাকরণ কেন্দ্রে চিকিৎসাকর্মী ও টিকাগ্রহীতাদের নিয়ে যাওয়া, করোনা সুরক্ষাবিধি পালন, অ্যাপে টিকাকরণের তথ্য আপলোড-- ইত্যাদি নানা কিছুর ট্রায়াল রান এই কর্মসূচির লক্ষ্য।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours