কলকাতা: গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে এ দিন তাঁকে উডল্যান্ড নার্সিংহোমে ভর্তি  করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, তাঁর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে।
গত কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থা ঠিক যাচ্ছিল না। গতকাল থেকেই তাঁর শ্বাসকষ্ট বাড়ছিল। দীর্ঘদিন ধরেই তাঁর সিওপিডির সমস্যা ছিল। নতুন করে শ্বাসকষ্ট বাড়ায় কোন রকম ঝুঁকি না নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে তাঁকে বুধবার দুপুরে আলিপুরের উডল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করা হচ্ছে। চেস্ট এক্স রে, ইসিজি সিটি স্ক্যান-সহ অন্যান্য জরুরি পরীক্ষা করা হচ্ছে। চিকিৎসকরা জানাচ্ছেন, এখনই তাঁর শারীরিক অবস্থা সম্বন্ধে কোন কিছু বলা সম্ভব নয়।নিজেকে কিছুটা অন্তরালেই নিয়ে গিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সম্প্রতি তাঁর শারীরিক পরিস্থিতির খবর নিতে সস্ত্রীক তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours