বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই হবেন। তাঁর পরিবর্তে অন্য কারওকে আনার কোনও প্রশ্নই নেই। বিহার বিধানসভা ভোটে NDA জোট জয়ী হওয়ার পর এ কথা ঘোষণা করল বিজেপি। তারা বলেছে, নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করা হবে এটাই তাদের প্রতিশ্রুতি ছিল। এ দিকে, বিহারে NDA-র জয়কে উন্নয়নের জয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিহারে ২৪৩টি আসনের মধ্যে সর্বাধিক ৭৪টি আসন জিতে নিয়েছে বিজেপি। সেখানে তাদের শরিক জনতা দল ইউনাইটেড পেয়েছে ৪৩টি আসন। 'জোটের বড় ভাই' নীতীশ কুমারের দলকে পেছনে ফেলে বিজেপির এই উত্থানের পর একটা প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছিল। বিহারে কি তবে ঘোষিত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নীতীশকে সরিয়ে তাঁর জায়গায় বিজেপির কারওকে কুর্সিতে বসাবে NDA জোট? এর আগে কখনও বিজেপির থেকে মুখ্যমন্ত্রী পায়নি বিহার। এ বার সংখ্য়াগরিষ্ঠ ভোট পাওয়ার পর কি গেরুয়া শিবিরের কেউই বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন? এই জল্পনা শুরু হতেই তাতে জল ঢালল বিজেপি।
উপমুখ্যমন্ত্রী তথা বিজেপির সুশীল কুমার মোদী বুধবার বলেছেন, 'নীতীশজিই মুখ্যমন্ত্রী থাকবেন, কারণ এটা আমাদের প্রতিশ্রুতি ছিল। এতে কোনও দ্বিধা নেই।' তাঁর কথায়, 'কেউ বেশি আসন জেতে, কেউ কম। তবে আমরা তো সঙ্গী।'
এদিকে, বিহারে NDA-এর সাফল্য আসার পর হিন্দিতে ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, 'গণতন্ত্রের প্রথম শিক্ষা বিশ্বকে শিখিয়েছে বিহার। বিহার আজ আবার বিশ্বকে বলেছে যে গণতন্ত্র কতটা শক্তিশালী। বিহারের রেকর্ড সংখ্যক গরিব, বঞ্চিত ও মহিলারা এ বার ভোট দিয়েছেন এবং উন্নয়নের পক্ষে তাঁদের সিদ্ধান্ত জানিয়েছেন।'প্রধানমন্ত্রীর কথায়, 'NDA-র মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসে আস্থা রেখেছেন গ্রামের গরিব, চাষি, মজুর, ব্যবসায়ী, দোকানদার ও বিহারের বিভিন্ন ক্ষেত্রের মানুষ। বিহারের প্রত্যেক নাগরিককে আবার আশ্বস্ত করে বলছি, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ধর্মের ভারসাম্যমূলক উন্নয়নে আমরা পূর্ণ নিষ্ঠা নিয়ে কাজ করব।'
Post A Comment:
0 comments so far,add yours