মাছেও বাসা বাধল করোনা ?

মাছ ছাড়া বাঙালির মুখে ভাত রোচে না, এবার কি সেই মাছেও বাসা বাধল করোনা ? সম্প্রতি এমনটাই দাবি করেছে চিন। কলকাতা থেকে পাঠানো ফ্রোজেন মাছের প্যাকেটে মিলেছে করোনাভাইরাস, দাবি চিনের।কলকাতার একটি সংস্থা থেকে চিনে পাঠানো ফ্রোজেন মাছের প্যাকেটে করোনাভাইরাসের হদিশ মিলতেই কলকাতায় অবস্থিত সেই ভারতীয় সংস্থার থেকে সামুদ্রিক খাদ্যপণ্য আমদানি করা স্থগিত করে চিন।চিনা সংবাদমাধ্যম জানিয়েছে, আইন অনুযায়ী কলকাতার সেই সংস্থার সঙ্গে এক সপ্তাহের জন্য খাদ্যপণ্য আমদানি বন্ধ রাখছে চিন। জানা যায়, ৩ টি মাছের প্যাকেটে ছিল করোনাভাইরাস।
ওই মাছ আমদানির সঙ্গে যে-সমস্ত কর্মী জড়িত ছিলেন, তাঁদের করোনা পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। চিনের সংবাদমাধ্যমের অবশভ দাবি, এই প্রথমবার নয়, এর আগেও ভারত থেকে আমদানি করা মাছে মিলেছে করোনার জীবাণু।
জানা গিয়েছে, এর আগে উত্তর চিনের শাংসি প্রদেশের তাইউয়ান শহরে হেয়ারটেল প্রজাতির মাছের প্যাকেটে মিলেছিল করোনাভাইরাস।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours