ইংরেজি ২.১১.২০ তারিখ বঙ্গোপসাগরে ট্রলারডুবির ফলে ১২ জন বিপদগ্রস্ত মৎসজীবিকে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারের সাহসী ঘটনায় পশ্চিমবঙ্গের ডাইরেক্টর জেনারেল এন্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ শ্রী বীরেন্দ্র, আই.পি.এস. মহাশয় অনুগ্রহ পুর্বক উদ্ধারকারী দলের প্রত্যেক কে দশ হাজার টাকা আর্থিক পুরস্কার ঘোষনা করেন। আজ ইংরেজি ৪.১১.২০ সুন্দরবন পুলিশ জেলার, কাকদ্বীপ আরক্ষাধীক্ষকের কার্যালয়ে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান শুরু হয়।
১.গোবর্ধনপুর কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধীকারিক এস.আই অজয় কুমার চন্দ
২. এ এস আই নিশান্ত মারিক
৩. কনস্টেবল তাপস হালদার
৪. কনস্টেবল প্রশান্ত প্রামাণিক
৫. এফ- আই- বি চালক রাজু রাও
৬. সিভিক ভলেন্টিয়ার দেবাশীষ দাস
৭. সিভিক ভলেন্টিয়ার দীনেশ দাস
৮. সিভিক ভলেন্টিয়ার তন্ময় সাহু
অভিনন্দিত হন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ.ডি.জি এন্ড আই.জি.পি, কোষ্টাল সিকিউরিটি শ্রী হরমনপ্রীত সিং, আই.পি.এস., আই.জি.পি, দক্ষিণবঙ্গ শ্রী রাজীব মিশ্র, আই.পি.এস., ডি.আই.জি, প্রেসিডেন্সি রেঞ্জ শ্রী প্রভীন কুমার ত্রিপাঠি, আই.পি.এস., সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী বৈভব তিওয়ারি, আই.পি.এস., এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। শ্রী সিং মহাশয় পুলিশ কর্মীদের এই সাহসী আত্মদানে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং ভূয়সী প্রশংসা করেন। পশ্চিমবঙ্গ পুলিশ এবং সুন্দরবন পুলিশ জেলা এই ধরনের বীরের জন্য গর্বিত।
For the valiant act of search and rescue operation at Bay of Bengal by the officers and men who saved the lives of 12 fishermen of drowning on 2.11.20 taking life risk on their own lives, the DGP & IGP West Bengal Shri Virendra, IPS ordered a cash reward of Rs 10,000/- each for all the members. Today on 4.11.20, a felicitation programme was organised by Sundarban Police District at SP Office, Kakdwip, all the 9 members of the team
1.SI Ajay Kr Chanda, OC Gobardhanpur coastal PS,
2.ASI Nishant Marik,
3.Constable Tapas Halder,
4. Constable Prashanta Pramanik
5. FIB driver Raju Rao,
6. Civic volunteer Debashish Das
7. Civic volunteer Dinesh Das,
8. Civic volunteer Tanmay Sahoo and
9.Civic volunteer Sukdeb Giri
were felicitated. In the felicitation programme, Sri Harmanprit Singh, IPS, ADG & IGP, Coastal Security WB, Sri Rajeev Mishra, IPS, IGP South Bengal, Sri Praveen Kr Tripathi, IPS, DIG Presidency Range, Sri Vaibhav Tiwari, IPS, SP Sundarban PD and others senior officers were present. Shri Singh expressed his profound satisfaction and admiration for the brave and selfless act done by the police persons. West Bengal Police and Sundarban Police District are proud of our heroes.
Post A Comment:
0 comments so far,add yours