করোনা  সংক্রমণের দাপটের মাঝেই আরেক মারাত্মক ভাইরাসের সংক্রমণ শুরু। সেই ভাইরাস শরীরে বাসা বাঁধলেই মারাত্মক হেমারেজিক জ্বরে আক্রান্ত হচ্ছে রোগী।
এখনও পর্যন্ত বলিভিয়াতেই খেলা দেখাচ্ছে চাপার ভাইরাস। মনে করা হচ্ছে ইবোলার মতোই এই ভাইরাসের বৈশিষ্ট্য।বেশ কয়েকজনের শরীরে ইতিমধ্যেই এই ভাইরাসের উপসর্গ পাওয়া গিয়েছে। ইতিমধ্যে, দু-জন স্বাস্থ্য কর্মী ও একজন রোগীর মৃত্যু খবর এসেছে।
চাপার ভাইরাস বডি ফ্লুয়েডের মধ্যে সংক্রমণ ছড়ায়।চাপার ম্যামারেনাভাইরাস অ্যারেনাভিরিডি ভাইরাস প্রজাতির।এই ভাইরাসের কথা ২০০৩ সালে জানা যায়। সম্পূর্ণ অপরিচিত ভাইরাস এমনটা নয়।
রক্ত, বীর্য, প্লাজমা মারফত ছড়িয়ে পড়ছে চাপার ভাইরাস।কী ভাবে বুঝবেন আপনি চাপার ভাইরাসে আক্রান্ত?পেটে ব্যথা , বমি , চোখে ব্যথা, ত্বকে জ্বালা, চুলকানি, ঘা হবে। সঙ্গে হেমারেজিক জ্বর।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours