হঠাৎ করেই সৌরভ গাঙ্গুলির প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন অজি কোচ জন বুকানন। একইসঙ্গে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে সৌরভের যোগ্য উত্তরসূরি হিসেবে বাছলেন তিনি।
কলকাতা নাইট রাইডার্সের কোচ থাকার সময়, সৌরভ গাঙ্গুলির হাত থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়ায় বড় ভমিকা ছিল বুকাননের। যা নিয়ে কম বিতর্ক হয়নি! সৌরভ-বুকানন সেই সম্পর্ক নিয়ে আজও আলোচনা হয় ক্রিকেটমহলে। সেই বুকানন এবার বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির প্রশংসায় পঞ্চমুখ। যা দেখে রীতিমত অবাক সকলেই।
ভারত-অস্ট্রেলিয়া বিরুদ্ধে দাপট দেখাতে শুরু করেছে সৌরভের নেতৃত্বেই। মেনে নিয়েছেন বুকানন। তিনি বলেন, "সৌরভই টিম ইন্ডিয়ায় আগ্রাসন প্রথম নিয়ে এসেছে। সেই সময় থেকেই ভারতীয় ক্রিকেট দল বিদেশে প্রতিপক্ষের চোখে চোখ রেখে জবাব দিতে শিখেছিল।"

ধোনি নন, সৌরভ গাঙ্গুলির যোগ্য উত্তরসূরি হিসেবে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে বেছে নিয়েছেন বুকানন। বিরাটের নেতৃত্বাধীন ভারতীয় দলের মধ্যে সেই আগ্রাসী মেজাজ চোখে পড়ে যেটা সৌরভের সময় তিনি দেখেছিলেন। এমনটাই মত বিশ্বকাপজয়ী অজি কোচের।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours