একটু পরেই দুবাইতে মহারণে নামছে মুম্বই ইন্ডিয়ানস। আইপিএলের  ১৩ তম সংস্করণের ফাইনালে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে রোহিত শর্মার দল। এদিকে ফাইনালে নামার আগে মুম্বই ইন্ডিয়ানসের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি সচিন তেন্ডুলকর বিশেষ বার্তা দিলেন তাঁর প্রিয় দলকে।
ফাইনাল ম্যাচে নামার আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ানস। তাতে ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে বিশেষ বার্তা দিতে দেখা গেল মাস্টার ব্লাস্টারকে। মুম্বই ইন্ডিয়ানসের জার্সি গায়ে দিয়ে সেই ভিডিয়োতে গোটা দলকে উদ্বুদ্ধ করার পাশাপাশি তিনি জানিয়ে দিলেন দিল্লি ক্যাপিটালসকে হারানো সম্ভব।
২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ক্রিকেটার হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন সচিন তেন্ডুলকর। দলের নেতৃত্বও দিয়েছেন তিনি। তাঁর নেতৃত্বে ২০১০ সালে আইপিএল ফাইনালে পৌঁছে ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়েছিল মুম্বই। খেলা ছাড়ার পর দীর্ঘদিন মেন্টর হিসেবে যুক্ত ছিলেন মাস্টার ব্লাস্টার। এদিকে আজ দুবাইয়ে দিল্লিকে হারাতে পারলে পাঁচ বার আইপিএল ট্রফি ঘরে তুলবে মুম্বই ইন্ডিয়ানস।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours