নিজস্ব প্রতিবেদন: ডনের দেশে একদিনের সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজে খেললেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
নতুন বছরের শুরুতেই বাবা হতে চলেছেন কোহলি। তার আগেই অজি কিংবদন্তি অ্যালান বর্ডার অদ্ভুত আবদার করে বসলেন। মজা করে তিনি বলেন, তিনি নাকি চেয়েছিলেন, কোহলি এবং অনুষ্কার সন্তানের জন্ম হবে অস্ট্রেলিয়ায়। আর তার ফলে জন্মসূত্রে অস্ট্রেলিয়ার নাগরিক হয়ে যাবে সে।
বর্ডার ইচ্ছেপ্রকাশ করেন, "আমরা আশা করেছিলাম, কোহলি অস্ট্রেলিয়াতেই নিজের সন্তানের জন্ম দেবেন। তাহলে আমরা অন্তত সদ্যোজাতকে অস্ট্রেলিয়ান হিসেবে দাবি জানাতে পারব।" শুধু তাই নয় কোহলি যেন অস্ট্রেলীয় হয়ে যান সেটাও চেয়েছেন তিনি।
এদিকে টেস্ট সিরিজের মাঝপথে বিরাট কোহলি দেশে ফিরে গেলে সুবিধা পাবে অস্ট্রেলিয়াই। এমনটাই মনে করেন অ্যালান বর্ডার। তাঁর মতে, "একটা বিষয় অস্ট্রেলিয়ার পক্ষে তা হল বিরাট প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে যাবে। এটা ভারতের কাছে বড় ধাক্কা। নেতা হোক বা ক্রিকেটার, এই মুহূর্তে কোহলির জায়গা নেওয়ার মতো কেউ নেই।"
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours