সুশান্ত সিং রাজপুত (শ্বেতা সিং কীর্তি) এর বোন শ্বেতা সিং কীর্তি গণেশ চতুর্থীতে একটি বিশেষ ছবি ভাগ করেছেন।
মুম্বই: কী হয়েছিল সুশান্তের (Sushant Singh Rajput) সঙ্গে, আত্মহত্যা নাকি খুন? কীভাবে মৃত্যু অভিনেতার? কেনই বা মাত্র ৩৪ বছরে মৃত্যু হল তাঁর, মৃত্যুর পিছনের কারণ জানতে শুরু হয়েছে সিবিআই তদন্ত৷ জোরকদমে কাজ করছেন সিবিআই কর্তারা৷ সুশান্তের মৃত্যুর সঠিক কারণ সামনে আসুক, এমনই বারবার আর্জি রাখছেন সুশান্তের বাবা ও দিদিরা৷ এরই মধ্যে গণেশ চতুর্থীর পুণ্য তিথিতে গণপতির সঙ্গে ভাইয়ের ছবি পোস্ট করলেন সুশান্তের দিদি শ্বেতা৷
সুশান্তের দিদি শনিবার ভাই সুশান্তের জন্য গায়ত্রী মন্ত্র পাঠ করেছেন৷ একই সঙ্গে, তিনি গণেশ চতুর্থী উপলক্ষে ভাইয়ের একটি ছবি শেয়ার করেছেন। সুশান্তের এই ছবিটি পোস্ট করে শ্বেতা সকলের জন্য একটি বার্তা দিয়েছেন৷ তার সমর্থনে যারা দাঁড়িয়েছেন তাদের জন্য একটি বার্তাও লিখেছেন। যারা সকলে সুশান্তের এই অন্তিম লড়াইয়ে সামিলে হয়েছেন, তাদের সকলকে তিনি ধন্যবাদ জানিয়েছেন৷
গণপতির প্রতিমার সঙ্গে হাসিমুখে সুশান্ত৷ খুবই ভক্তিপূর্ণ রূপে দেখা গিয়েছে সুশান্তকে। দেখেই বোঝা যাচ্ছে যে কোনও এক গণেশ চতুর্থীতে এই ছবিটি তোলা হয়েছিল।গনেশ চতুর্থী উপলক্ষে ভাইয়ের এই ছবিটি সকলের সঙ্গে ভাগ করেছেন তাঁর দিদি৷
এই ছবির ক্যাপশনে শ্বেতা লিখেছেন- 'ভাকরতুন্ড মহাকায়া সূর্যকোটি সমাপ্রভা। নির্বিঘ্নম কুরুতে দেব সর্বকার্যেশু সর্বদা '। এরই পাশাপাশি সুশান্তের পক্ষে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা রেখেছেন তিনি। একই সঙ্গে এই বিশেষ দিনে অভিনেতার কথা সবাইকে মনে করিয়ে দিচ্ছেন তিনি।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা চলছে। শনিবার সিবিআইয়ের একটি দল সুশান্তের বাড়িতে যায়। সিবিআইয়ের সঙ্গে সুশান্তের রাধুনি নীরজ, ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি এবং বন্ধু দীপেশ সাওয়ান্ত উপস্থিত ছিলেন। এখনও পর্যন্ত এই তদন্তে সিবিআই অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছে।
Post A Comment:
0 comments so far,add yours