সরকারি লোন নিয়েছেন যে কৃষকরা তাঁদের জন্য বড় খবর...
যে কৃষকরা কৃষিকার্যের জন্য ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন তাঁরা যদি আগামী সাতদিনের মধ্যে কিষাণ ক্রেডিট কার্ডের ভিত্তিতে নেওয়া লোন পরিশোধ না করেন তাহলে তাঁদের ৪ শতাংশের জায়গায় ৭ শতাংশ সুদ দিতে হবে৷ কারণ কৃষকদের এই টাকা পরিশোধ করার জন্য সরকারের পক্ষ থেকে ৩১ অগাস্ট অবধি সময় দেওয়া হয়েছিল৷
সাধারণত কেসিসি -ওপর নেওয়া লোন ৩১ মার্চের মধ্যে ফেরত করতে হয়৷ এরপর কৃষকরা আবার সামনের বছর লোন নিতে পারেন৷ যে কৃষকরা বুদ্ধিমান তাঁরা নির্দিষ্ট সময়ে লোন নিয়ে তা চাষের কাজে লাগান আবার শোধ দিয়ে পরের বছর তার থেকে লোন নেন৷ এই টাকা নির্ধারিত সময়ে শোধ করে দিলে তাহলে আবার ২-৪ দিনের মধ্যেই টাকা লোন নিতে পারেন৷ এরফলে কৃষকদের কৃষি কার্যের জন্য কখনই টাকার অভাব হয় না৷ ৩১ মার্চের পর টাকা পরিশোধ দেওয়ার সময় এই বছর করোনা পরিস্থিতিতে বাড়িয়ে ৩১ অগাস্ট করা হয়েছিল৷ কিন্তু এরপর আর সময়সীমা বৃদ্ধির আশা প্রায় নেই৷
সাধারণত কেসিসি -ওপর নেওয়া লোন ৩১ মার্চের মধ্যে ফেরত করতে হয়৷ এরপর কৃষকরা আবার সামনের বছর লোন নিতে পারেন৷ যে কৃষকরা বুদ্ধিমান তাঁরা নির্দিষ্ট সময়ে লোন নিয়ে তা চাষের কাজে লাগান আবার শোধ দিয়ে পরের বছর তার থেকে লোন নেন৷ এই টাকা নির্ধারিত সময়ে শোধ করে দিলে তাহলে আবার ২-৪ দিনের মধ্যেই টাকা লোন নিতে পারেন৷ এরফলে কৃষকদের কৃষি কার্যের জন্য কখনই টাকার অভাব হয় না৷ ৩১ মার্চের পর টাকা পরিশোধ দেওয়ার সময় এই বছর করোনা পরিস্থিতিতে বাড়িয়ে ৩১ অগাস্ট করা হয়েছিল৷ কিন্তু এরপর আর সময়সীমা বৃদ্ধির আশা প্রায় নেই৷
সাধারণত কেসিসি -ওপর নেওয়া লোন ৩১ মার্চের মধ্যে ফেরত করতে হয়৷ এরপর কৃষকরা আবার সামনের বছর লোন নিতে পারেন৷ যে কৃষকরা বুদ্ধিমান তাঁরা নির্দিষ্ট সময়ে লোন নিয়ে তা চাষের কাজে লাগান আবার শোধ দিয়ে পরের বছর তার থেকে লোন নেন৷ এই টাকা নির্ধারিত সময়ে শোধ করে দিলে তাহলে আবার ২-৪ দিনের মধ্যেই টাকা লোন নিতে পারেন৷ এরফলে কৃষকদের কৃষি কার্যের জন্য কখনই টাকার অভাব হয় না৷ ৩১ মার্চের পর টাকা পরিশোধ দেওয়ার সময় এই বছর করোনা পরিস্থিতিতে বাড়িয়ে ৩১ অগাস্ট করা হয়েছিল৷ কিন্তু এরপর আর সময়সীমা বৃদ্ধির আশা প্রায় নেই৷
কৃষক ও চাষীদের জন্য কেসিসি-র ওপর ৩ লক্ষ টাকা অবধি লোনের হার ৯ শতাংশ৷ কিন্তু কেন্দ্র সরকার এতে ২ শতাংশ ভর্তুকি দেয়৷ তারফলে এটা ৭ শতাংশ হয়ে যায়৷ কিন্তু কেউ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফিরিয়ে দেয় তাহলে আরও ৩ শতাংশ ছাড় দেওয়া হয়৷ যার ফলে কৃষকদের মাত্র ৪ শতাংশ সুদ দিতে হয়৷
প্রধানমন্ত্রী সম্মান নিধি স্কিমে আরও ২.৫ কোটি গরীব চাষীদের লোন দেওয়ার প্ল্যান রয়েছে৷ কিষাণ ক্রেডিট কার্ডে এই কৃষকদের নাম নথিভুক্ত. করিয়ে যাতে তাঁদেরকে সেবায় পৌঁছে দেওয়া হয় তার চেষ্টা করছে সরকার৷কেন্দ্রীয় কৃষি রাজ্য মন্ত্রী কৈলাশ চৌধরি -র মত অনুযায়ি ২ লক্ষ কোটি টাকার প্ল্যান তৈরি করে ফেলেছে৷ কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে আরও ২.৫ কোটি কিষাণ ক্রেডিট কার্ড৷ স্থানীয় সুদখোর মহাজনদের হাতে পড়ে কৃষকদের অবস্থা যেন প্রাণান্তকর না হয়ে ওঠে তারই চেষ্টা করছে সরকার৷
Post A Comment:
0 comments so far,add yours