এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যাঙ্ক ও এনবিএফসি-র শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন
নীতি আয়োগের তরফে সরকারকে পাবলিক সেক্টরের তিনটি ব্যাঙ্ককে বেসরকারিকরণের পরামর্শ দেওয়া হয়েছে ৷ এই ব্যাঙ্কগুলি হল পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র৷ এর পাশাপাশি সমস্ত গ্রামীণ ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণেরও পরামর্শ দেওয়া হয়েছে ৷ এছাড়া এনবিএফসি-কে বেশি ছাড় দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে ৷
কেন্দ্র সরকার দেশের অর্ধেকের বেশি পাবলিক সেক্টর ব্যাঙ্কের বেসরকারিকরণের যোজনা তৈরি করছে ৷ পাবলিক সেক্টর ব্যাঙ্কের সংখ্যা কমিয়ে ৫ করা এখন তাদের উদ্দেশ্য ৷
এই প্রক্রিয়ার প্রথম ধাপ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কে সরকারের শেয়ার বিক্রি করে দেওয়া ৷ এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যাঙ্ক ও এনবিএফসি-র শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন ৷ ব্যাঙ্কিং সেক্টরকে ফের ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য একাধিক বিষয়ে পর্যালোচনা চলছে ৷
গত বছরে আইডিবিআই ব্যাঙ্কও তাদের অংশীদারিত্ব LIC কে বিক্রি করে দিয়েছিল ৷ এরপর থেকে এই ব্যাঙ্ক প্রাইভেট হয়ে গিয়েছে ৷ IDBI আগে সরকারি ব্যাঙ্ক ছিল যা ১৯৬৪ সালে তৈরি হয়েছিল ৷ IDBI ব্যাঙ্কে LIC ২১০০০ কোটি বিনিয়োগ করে ৫১ শতাংশ অংশীদারিত্ব কিনে নিয়েছে ৷ এরপর LIC ও সরকার মিলে ৯৩০০ কোটি টাকা IDBI ব্যাঙ্কে ইনভেস্ট করেছে ৷ এর মধ্যে এলআইসি-র অংশীদারিত্ব ৪৭৪৩ কোটি টাকার ৷
কিন্তু এখন বড় প্রশ্ন হল ব্যাঙ্কের বেসরকারিকরণের জেরে গ্রাহকদের কী হবে ? বিশেষজ্ঞদের মতে এর কোনও প্রভাব গ্রাহকদের উপর পড়বে না ৷ কারণ ব্যাঙ্কের পরিষেবায় কোনও পরিবর্তন হবে না ৷

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours