প্রায় ১২০ টি কন্নড় ছবিতে অভিনয় করেছেন অভিনেতা হুলিভানা গঙ্গাধর৷ সঙ্গে করেছেন স্টেজ শো ৷
#হায়দরাবাদ: চলচ্চিত্র জগতে ফের শোকের ছায়া ৷ ফের মৃত্যুর খবরে সিনেমা মহল ভারাক্রান্ত ৷ প্রয়াত হলেন দক্ষিণের বর্ষীয়ান ও জনপ্রিয় অভিনেতা হুলিভানা গঙ্গাধর ৷
সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, শনিবার হাসপাতালেই মৃত্যু হয় অভিনেতার ৷ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর বলে খবর রয়েছে ৷
প্রায় ১২০ টি কন্নড় ছবিতে অভিনয় করেছেন অভিনেতা হুলিভানা গঙ্গাধর৷ সঙ্গে করেছেন স্টেজ শো ৷ ‘শব্দভেদি’, ‘নিড় দোসা’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসা পেয়েছিল দর্শক ও সমালোচকদের ৷

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours