একের পর এক সুপারহিট ছবি ৷ বক্স অফিস যেন তাঁর হাতে মুঠোয় ৷ যে ছবিতেই অভিনয় করছেন, সেই ছবিই সুপারহিট ! তা এমন নায়িকার পারিশ্রমিক বাড়বে না তো কার বাড়বে?

দীপিকার ঝুলিতে একের পর এক সুপারহিট ছবি ৷ বক্স অফিস যেন তাঁর হাতে মুঠোয় ৷ যে ছবিতেই অভিনয় করছেন, সেই ছবিই সুপারহিট ! তা এমন নায়িকার পারিশ্রমিক বাড়বে না তো কার বাড়বে?
হ্যাঁ, দীপিকা একলাফে বাড়িয়ে ফেললেন তাঁর পারিশ্রমিক ৷ আর এতটাই বাড়ালেন যে একেবারে এক নম্বর !
বাহুবলি প্রভাসের সঙ্গে ছবি করতে চলেছেন দীপিকা ৷ এই খবর তো এখন সবাই জানেন ৷ ২০২১-এই সেই ছবির কাজ হবে শুরু ৷
জানা গিয়েছে, এই ছবিতেই নাকি দীপিকা পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ২১ কোটি টাকা ! আর এটা কিন্তু দীপিকার সাইনিং অ্যামাউন্ট !
অন্যদিকে, শোনা যাচ্ছে এই ছবিতে অভিনয়ের জন্য প্রভাস নিচ্ছেন ৫০ কোটি টাকা ! সব মিলিয়ে এই ছবি যে ভারতের উচ্চ বাজেটের ছবি হতে চলেছে, তা তো বোঝাই যাচ্ছে, ছবি শুরুর আগেই !

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours