প্রত্যেকদিন করোনা সংক্রমণ বাড়ছে। কিন্তু গবেষকরা বলছেন, শরীরের প্রতিরোধ ক্ষমতাও বাড়ছে তার সঙ্গে।
• থাইরোকেয়ার নামে একটি সংস্থা বিভিন্ন শহরে গবেষণা চালিয়েছিল। সেখানেই দেখা হয়েছে ৬০ হাজারের বেশি মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি রয়েছে কি না। সেই পরীক্ষা চলেছে প্রায় ২০ দিন ধরে। আর অঞ্চল হিসাবে তাঁরা ৬০০টি ভিন্ন পিনকোড এলাকা বেছে নিয়েছেন সমীক্ষার জন্য।। আর সেখানেই দেখা গিয়েছে, ১৫ শতাংশ মানুষের শরীরে ইতিমধ্যে করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। যা এককথায় আশার খবর তো বটেই।
• এখনও পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১১ লক্ষ। আক্রান্তের সংখ্যার বিচারে পৃথিবীর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ভারত। আর সেখানেই এই বিপুল অংশের মানু্ষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যাওয়া যথেষ্ট স্বস্তি দিতে পারে বলেই মনে করছেন গবেষকরা। দেশে প্রতিদিন প্রায় ৪০ হাজারের কাছাকাছি মানুষ করোনা আক্রান্ত হলেও পাশাপাশি যে অ্যান্টিবডিও তৈরি হচ্ছে, এই সমীক্ষায় সেটা স্পষ্ট হয়েছে। 

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours