শক্তি বাড়াচ্ছে বায়ুসেনা! ভারত-চিন তপ্ত আবহে ৩৩টি অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার প্রস্তাব
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, প্রস্তাবটি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কাছে গিয়েছে৷ আগামী সপ্তাহের মধ্যে প্রায় ৫ হাজার কোটি টাকার ওই প্রকল্পের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে প্রতিরক্ষা মন্ত্রক৷
#নয়াদিল্লি: লাদাখ সীমান্তে চিনের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে বায়ুসেনাকে আরও শক্তিশালী করার প্রক্রিয়া শুরু করে দিল ভারত৷ ১২টি সুখোই ও ২১টি নতুন MiG-29s যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিল ভারতীয় বায়ুসেনা৷ ইন্ডিয়ান এয়ারফোর্স ইতিমধ্যেই ওই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলি কেনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে৷ দ্রুত ক্রয় প্রক্রিয়া শেষ করতে কেন্দ্রকেও প্রস্তাবপত্র পাঠিয়ে দিয়েছে বায়ুসেনা৷
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, প্রস্তাবটি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কাছে গিয়েছে৷ আগামী সপ্তাহের মধ্যে প্রায় ৫ হাজার কোটি টাকার ওই প্রকল্পের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে প্রতিরক্ষা মন্ত্রক৷
প্রস্তাবপত্রে বলা হয়েছে, রাশিয়ার থেকে আরও MiG-29s যুদ্ধবিমান কেনার পাশাপাশি MiG-29 কেনার চলতি চুক্তিতেও কিছু অদলবদল করা হবে৷ ২০১৬ সালে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষরের পরে দ্বিতীয় পর্যায়ে এই ৩৩টি যুদ্ধবিমান কিনতে চলেছে ভারতীয় বায়ুসেনা৷
সরকারকে পাঠানো বায়ুসেনার প্রস্তাব এও বলা হয়েছে, এই যুদ্ধবিমান সম্বন্ধীয় সব উপকরণ ও যাবতীয় প্রক্রিয়া একেবারে স্বচ্ছ ভাবে বরাতের মাধ্যমে যেন করা হয়, যাতে না ভবিষ্যতে কোনও সমস্যা তৈরি হয়৷

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours