প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বাড়ানো হল নভেম্বর পর্যন্ত। আজ মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ এই যোজনায় গরিব পরিবারকে মাথাপিছু যে পাঁচ কেজি চাল অথবা গম এবং এক কেজি ডাল দেওয়া হচ্ছিল বিনামূল্যে, সেই প্রকল্প নভেম্বর পর্যন্ত বাডানো হল। পাশাপাশি আনলক পর্বে আরও সতর্ক থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
দেশ জুড়ে করোনাভাইরাসের দাপট অব্যাহত। সোমবারও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫২২ জন। মোট আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। আজ শেষ হচ্ছে আনলক-১। নতুন করে লকডাউন যে হচ্ছে না, তা সোমবার কেন্দ্রের বিজ্ঞপ্তিতেই স্পষ্ট হচ্ছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামিকাল ১ জুলাই থেকে দেশে শুরু হচ্ছে আনলক-২। কিন্তু এখনও ট্রেন, মেট্রো আন্তর্জাতিক উড়ান চালু হয়নি। বহু শিল্পক্ষেত্রে কাজও শুরু হয়নি পুরোদমে। আবার পরিযায়ী শ্রমিকরাও ঘরে ফিরে কার্যত ঘরে বসে আছেন। রোজগার প্রায় শূন্য। এই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী অন্ন যোজনার মেয়াদ আরও পাঁচ মাস বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর। ৩০ জুন পর্যন্ত এই যোজনার মেয়াদ ছিল। শেষ হওয়ার আগেই মেয়াদ বাড়ানোর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
প্রধানমন্ত্রী এ দিন বলেন, ‘‘জুলাই মাস থেকে কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি কাজকর্ম হয়। তুলনায় অন্যান্য শিল্পক্ষেত্রে কিছুটা কম কাজ হয়। তা ছাড়া উৎসবের মরশুমও শুরু হচ্ছে কার্যত জুলাই থেকেই। উৎসবের মরশুমে মানুষের প্রয়োজন বাড়ে, খরচও বাড়ে। সেই বিষয় মাথায় রেখেই প্রধানমন্ত্রী অন্ন যোজনার মেয়াদ নভেম্বর পর্যন্ত বাড়ানো হল। অর্থাৎ নভেম্বর পর্যন্ত দেশের প্রায় ৮০ কোটি মানুষ বিনামূল্য খাদ্যশস্য পাবেন।’’ 
প্রধানমন্ত্রী এ দিন জানান, এই প্রকল্পের জন্য ৯০ হাজার কোটি টাকা খরচ হবে। এর আগে মার্চ থেকে জুন পর্যন্ত ছ'মাস এই প্রকল্পে গরিবদের বিনামূল্যে খাদশস্য দেওয়া হয়েছে। সেই খরচ যোগ করলে প্রায় দেড় লক্ষ কোটি টাকা সরকারের খরচ হবে— জানিয়েছেন প্রধানমন্ত্রী। 
প্রধানমন্ত্রীর বক্তব্য: 

নভেম্বর পর্যন্ত ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য: ঘোষণা প্রধানমন্ত্রীর

Modi
জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ছবি: টুইটার থেকে নেওয়া

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বাড়ানো হল নভেম্বর পর্যন্ত। আজ মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ এই যোজনায় গরিব পরিবারকে মাথাপিছু যে পাঁচ কেজি চাল অথবা গম এবং এক কেজি ডাল দেওয়া হচ্ছিল বিনামূল্যে, সেই প্রকল্প নভেম্বর পর্যন্ত বাডানো হল। পাশাপাশি আনলক পর্বে আরও সতর্ক থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

দেশ জুড়ে করোনাভাইরাসের দাপট অব্যাহত। সোমবারও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫২২ জন। মোট আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। আজ শেষ হচ্ছে আনলক-১। নতুন করে লকডাউন যে হচ্ছে না, তা সোমবার কেন্দ্রের বিজ্ঞপ্তিতেই স্পষ্ট হচ্ছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামিকাল ১ জুলাই থেকে দেশে শুরু হচ্ছে আনলক-২। কিন্তু এখনও ট্রেন, মেট্রো আন্তর্জাতিক উড়ান চালু হয়নি। বহু শিল্পক্ষেত্রে কাজও শুরু হয়নি পুরোদমে। আবার পরিযায়ী শ্রমিকরাও ঘরে ফিরে কার্যত ঘরে বসে আছেন। রোজগার প্রায় শূন্য। এই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী অন্ন যোজনার মেয়াদ আরও পাঁচ মাস বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর। ৩০ জুন পর্যন্ত এই যোজনার মেয়াদ ছিল। শেষ হওয়ার আগেই মেয়াদ বাড়ানোর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

প্রধানমন্ত্রী এ দিন বলেন, ‘‘জুলাই মাস থেকে কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি কাজকর্ম হয়। তুলনায় অন্যান্য শিল্পক্ষেত্রে কিছুটা কম কাজ হয়। তা ছাড়া উৎসবের মরশুমও শুরু হচ্ছে কার্যত জুলাই থেকেই। উৎসবের মরশুমে মানুষের প্রয়োজন বাড়ে, খরচও বাড়ে। সেই বিষয় মাথায় রেখেই প্রধানমন্ত্রী অন্ন যোজনার মেয়াদ নভেম্বর পর্যন্ত বাড়ানো হল। অর্থাৎ নভেম্বর পর্যন্ত দেশের প্রায় ৮০ কোটি মানুষ বিনামূল্য খাদ্যশস্য পাবেন।’’ 

প্রধানমন্ত্রী এ দিন জানান, এই প্রকল্পের জন্য ৯০ হাজার কোটি টাকা খরচ হবে। এর আগে মার্চ থেকে জুন পর্যন্ত ছ'মাস এই প্রকল্পে গরিবদের বিনামূল্যে খাদশস্য দেওয়া হয়েছে। সেই খরচ যোগ করলে প্রায় দেড় লক্ষ কোটি টাকা সরকারের খরচ হবে— জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রীর বক্তব্য: 

• এই সময় সর্দি-কাশি বেড়ে যায় 

• আপনাদের প্রতি আমার আর্জি, এই সময় সাবধানে থাকুন

• করোনা .নিয়ন্ত্রণে বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে ভারত

• কিন্তু আনলক-১ শুরু হতেই সাবধানতা কমে গিয়েছে 

• দেশের নাগরিকদের এখনও সতর্ক থাকতে হবে 

• বিশেষ করে কন্টেনমেন্ট জোনগুলিতে নজর দিতে হবে 

• যে সব মানুষ নিয়ম পালন করছেন না, তাঁদের থামাতে হবে এবং বোঝাতে হবে 

• আপনারা খবরে দেখে থাকবেন, একটা দেশের প্রধানমন্ত্রীর জরিমানা হয়েছে, কারণ তিনি মাস্ক ছাড়া জনসমক্ষে বেরিয়েছিলেন 

• লকডাউনের সময় দেশের কোনও মানুষের ঘরে উনুন জ্বলেনি এমন হয়নি 

• সরকার থেকে সাধারণ মানুষ সবাই সাহায্য করেছেন 

• এই তিন মাসে গরিবদের মাথাপিছু ৫ কেজি চাল অথবা ডাল এবং এক কেজি ডাল দেওয়া হয়েছে 

• এই সময় আজ একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছি 

• এই বর্ষার সময়ে কৃষিক্ষেত্রে অনেক বেশি কাজকর্ম হয় 

• জুলাই থেকে ধীরে ধীরে উৎসবের মরসুম শুরু হয় 

• এর পর অনেক উৎসব আসছে পরপর 

• উৎসবের এই সময় প্রয়োজনও বাড়ে, খরচও বাড়ে 

• এই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে 

• প্রধানমন্ত্রী অন্ন যোজনা দিওয়ালি ও ছট পুজো পর্যন্ত করে দেওয়া হবে 

• জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত দেওয়া হবে 

• গরিব পরিবারের সদস্যদের মাথাপিছু ৫ কেজি চাল/গম এবং ১ কেজি ডাল দেওয়া হবে নভেম্বর পর্যন্ত 

• এতে ৯০ হাজার কোটি টাকা খরচ হবে সরকারের 

• আগের গুলো জুড়লে প্রায় দেড় লক্ষ কোটি টাকা খরচ হবে  

• দেশের কোটি কোটি সব করদাতাদের অভিনন্দন ও শুভেচ্ছা 

• আগামী সময়ে আমরা গরিব, শোষিত, বঞ্চিতদের ক্ষমতা বাড়াতে আরও কাজ করব

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours