বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নোভেল করোনা ( Corona) ভাইরাসের সংক্রমণের ফলে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন দু হাজার ৪২৩ জন। এর ফলে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত  বাংলাদেশে করোনায় মৃত্যু হল ৭৮১ জনের। আর সব মিলিয়ে মোট শনাক্ত হয়েছেন ৫৭ হাজার ৫৬৩ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত একদিনে মৃত ৩৫ জনের মধ্যে ২৯ জন পুরুষ এবং ছজন নারী। এর মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ২১ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন, সিলেট বিভাগের দুজন, রাজশাহী বিভাগের একজন, বরিশাল বিভাগের একজন এবং খুলনা বিভাগের একজন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন ২২ জন, বাড়িতে থাকাকালীন ১২ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় একজনকে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭১ জন। এর ফলে এখনও পর্যন্ত গোটা দেশে মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ১৬১ জন। ঢাকা-সহ সারা দেশে মোট আইসোলেশনের সংখ্যা ১৩ হাজার ২৮৪টি। বর্তমানে ঢাকা মহানগরে সাত হাজার ২৫০টি এবং শহরের বাইরে বিভিন্ন হাসপাতালে আইসোলেশন বেডের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪টি। এছাড়া ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৫০০টি ও ময়মনসিংহ নার্সিং ডরমিটরিতে আরও ২০০টি আইসোলেশন বেড বসানোর প্রস্তুতি চলছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours