সম্প্রতি একটি গবেষণায় বলা হয়েছিল যে, বৃষ্টিতে বাড়ে আদ্রতা৷ সেই থেকে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থাকছে৷ AIIMS-র ডিরেক্টর যা বলছেন.

#নয়াদিল্লি: লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনার প্রকোপ৷ দেশে করোনার গ্রাফ উর্দ্ধমুখী৷ এরই মধ্যে বর্ষা আরও বাড়িয়ে তুলবে করোনার সংক্রমণের হার! এমনই আশঙ্কা বদ্ধমূল হচ্ছিল অনেকের মনে৷ তবে এই আশঙ্কা পুরোপুরি নস্যাৎ করে দিয়েছেন AIIMS-এর ডিরেক্টর ডাঃ রাজদীপ গুলেরিয়া (Dr.Randeep Guleria)৷ তিনি জানিয়েছেন যে, বর্ষা বা বৃষ্টির ফলে করোনা সংক্রমণে কোনও প্রভাব পড়বে না৷
আইআইটি বম্বের (IIT Bombay)-র দু’জন অধ্যাপক একটি গবেষণায় তুলে ধরেছিলেন এমন আশঙ্কার কথা৷ তাতে জানানো হয়েছিল বেশ কিছু রাজ্যে বর্ষার ফলে করোনায় নেতিবাচক প্রভাব পড়বে৷ বর্ষায় আদ্রতা বাড়বে আর তার সঙ্গে বাড়বে করোনার প্রকোপও৷ তবে তাঁদের এই তথ্যকে কোনও গুরুত্ব দিতে নারাজ AIIMS-র ডিরেক্টর৷ দেশে এই মুহূর্তে করোনার যা পরিস্থিতি, তাই বজায় থাকবে, বলছেন তিনি৷
বর্ষাকাল শুরুর ফলে করোনা আক্রান্তের সংখ্যায় তেমন কোনও পরিবর্তন হবে না৷ যে হারে করোনা ছড়াচ্ছে, সেভাবেই তা ছড়াবে৷ এর আগেও অনেকে দাবি করেছিলেন যে, গরমে করোনার সংক্রমণ কমে যাবে৷ তবে তেমন কিছুই হয়নি৷
একবার কারও করোনা সংক্রমণ হলে কি আবার সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে? এই প্রশ্নের উত্তরে AIIMS-এর ডিরেক্টর ডাঃ রাজদীপ গুলেরিয়া জানান যে, এই সম্ভাবনা কম৷ কারণ কোনও করোনা রোগী সেরে উঠলে তার শরীরে অ্যান্টিবডি বা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়৷ যার জেরে ফের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকে৷ তবে কতদিনে সেই ইমিউনিটি তৈরি হয় এবং কোন ওষুধ থেকে তৈরি হয়, তা নির্দিষ্টভাবে জানা যাচ্ছে না বলেই জানান ডাঃ গুলেরিয়া৷

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours