হুমায়ুন কবীর আগেই জানিয়েছিলেন, বাবরি মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপনের অনুষ্ঠানে প্রায় ৩ লক্ষ মানুষের সমাগম হবে। সৌদি আরব থেকে দুইজন কাজি আজ সকালেই এসে পৌঁছেছেন। কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ কনভয়ে তাদের আনা হয়েছে।
মদিনা থেকে এসেছেন ২ কাজি, বাবরি মসজিদের ভিত্তি স্থাপনে বিরিয়ানির খরচ শুনলেই মাথা ঘুরে যাবে...
বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন।
হাজারো বিতর্ক, তবু থামানো গেল না হুমায়ুনকে। মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ (Babri Masjid) তৈরি করবেনই তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। ইতিমধ্যেই তিনি ফিতে কেটে, রিমোটের মাধ্যমে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন হুমায়ুন। বিপুল জনসমাগম হয়েছে এই মসজিদের শিলান্যাস ঘিরে। মদিনা থেকে এসেছেন দুইজন মৌলবী। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন ঘিরে এলাহি আয়োজন যেমন করা হয়েছে, তেমনই কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।
মমতা বড় হিন্দু না শুভেন্দু বড় হিন্দু, প্রতিযোগিতা চলছে: হুমায়ুন
হুমায়ুন কবীর আগেই জানিয়েছিলেন, বাবরি মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপনের অনুষ্ঠানে প্রায় ৩ লক্ষ মানুষের সমাগম হবে। ইসলামের পবিত্র স্থান, মদিনা থেকে দুইজন কাজি আজ সকালেই এসে পৌঁছেছেন। কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ কনভয়ে তাদের আনা হয়েছে। অন্যদিকে, সন্দেশখালি, ক্যানিং সহ দূরদূরান্ত থেকে বহু সংখ্য়ালঘু মানুষ মাথায় ইট বয়ে আনছেন ভিত্তিপ্রস্থরের জন্য।
বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপনকে কেন্দ্র করে এলাহি খাওয়া-দাওয়ারও আয়োজন করা হয়েছে। এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, প্রায় লাখের কাছাকাছি মানুষের জন্য শাহী বিরিয়ানির আয়োজন করা হয়েছে। বিরিয়ানি তৈরির বরাত পেয়েছে মুর্শিদাবাদের সাতটি ক্যাটারিং।
হুমায়ুন ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, ৪০ হাজার অতিথির জন্য বিরিয়ানির প্যাকেট এবং এলাকাবাসীর জন্য আরও ২০ হাজার প্যাকেট বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে। শুধু খাবারের ব্যবস্থাতেই ৩০ লক্ষ টাকা খরচ হবে। সভামঞ্চ ও অন্যান্য খরচও ৬০-৭০ লক্ষ টাকা পার করছে। ৪০০ অতিথির বসার জন্য ১৫০ ফিট দীর্ঘ মঞ্চ তৈরি করা হয়েছে, যার খরচ পড়েছে ১০ লাখ টাকা।
বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপনের অনুষ্ঠানে প্রায় ৩ হাজার ভলান্টিয়ার কাজ করছে। পাশাপাশি বিশাল পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে এই জায়গায়।
বেলডাঙা ও রানিনগর পুলিশের ৩ হাজার বাহিনী মোতায়েন করা হয়েছে। ১৯ কোম্পানি অতিরিক্ত বাহিনীও মোতায়েন রয়েছে। বিকেল ৪টের মধ্যে এলাকা ফাঁকা করে দিতে বলা হয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours