২০১৭ সাল থেকে ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়। আগামী ২০২৬ সালে ১ ফেব্রুয়ারি পড়েছে রবিবার। এরপরই জল্পনা তৈরি হয়েছে যে রবিবারে কি বাজেট অধিবেশন হবে নাকি একদিন পিছিয়ে যাবে কেন্দ্রীয় বাজেট পেশ?  

২০২৬ সালে ১ ফেব্রুয়ারি কি বাজেট পেশ হবে না?
ফাইল চিত্র।

প্রতি বছর ১ ফেব্রুয়ারি পেশ হয় কেন্দ্রীয় বাজেট। ২০১৭ সাল থেকে এই ধারাই চলছে। এবার কি তার ব্যতিক্রম হবে? আগামী ২০২৬ সালে ১ ফেব্রুয়ারি পড়েছে রবিবার। এরপরই জল্পনা তৈরি হয়েছে যে রবিবারে কি বাজেট অধিবেশন হবে নাকি একদিন পিছিয়ে যাবে কেন্দ্রীয় বাজেট পেশ?



 তবে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজুকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, “সংসদীয় বিষক ক্যাবিনেট কমিটি সঠিক সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

১ ফেব্রুয়ারি বাজেট পেশ করা হয় কেন?
এবার অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে ১ ফেব্রুয়ারিই কেন বাজেট পেশ করা হয়? নতুন বছর ১ জানুয়ারি থেকে শুরু হলেও, নতুন অর্থবর্ষ শুরু হয় ১ এপ্রিল থেকে। ৩১ মার্চ চলতি অর্থবর্ষের শেষদিন হয়। সেই কারণেই ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করা হয়, যাতে ১ এপ্রিল, নতুন অর্থবর্ষ থেকে নতুন বাজেট কার্যকর হতে পারে।

২০১৭ সালের আগে বাজেট ফেব্রুয়ারিই শেষদিনে বাজেট পেশ করা হত। সংসদে ভোট অন অ্যাকাউন্ট করে সরকারের রাজস্ব তহবিল থেকে টাকা তুলে নেওয়া হত নতুন অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের খরচ চালানোর জন্য। ২০১৭ সালে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলীই বাজেটের নতুন নিয়ম চালু করেন। ১ ফেব্রুয়ারিতে বাজেট পেশ করা হয় এবং মার্চের শেষভাগের মধ্যে বাজেট মঞ্জুর করা হয়।

বিগত কয়েক বছরে মাত্র একবারই প্রথা ভেঙে রবিবারে অধিবেশন হয়েছে। ২০২০ সালে করোনাকালে রবিবারও অধিবেশন হয়েছিল। তার আগে ২০১২ সালের ১৩ মে সংসদের প্রথম অধিবেশনের ৬০ তম বার্ষিকী উপলক্ষে রবিবারে বিশেষ অধিবেশন হয়েছিল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours