নিজামুদ্দিন চৌধুরীর পর এদিন আরও এক কৃষককে পাওয়া গেল, যাঁর জমি রয়েছে পাশেই। এদিন ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান দেখতে এসেছেন মোহিত শেখ নামে ওই কৃষকও। যে জমিতে ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, তার আল লাগোয়া জমির মালিক মোহিত শেখের পরিবার। জমির পরিমাণ প্রায় ১৫ কাঠা। মোহিত শেখের ৫ ভাই-বোনের জমি। জমির একটা অংশ বেড়া দেওয়া। আর একটা অংশ খোলা।


একফালি জায়গায় ভিত্তিপ্রস্তর স্থাপন, বাবরি মসজিদের জন্য জমি পাবেন হুমায়ুন?
কী বলছেন পাশের একটি জমির মালিক মোহিত শেখ?


বেলডাঙা: ভোর থেকে লোক জড়ো হচ্ছেন। শুধু মুর্শিদাবাদ নয়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলার মানুষজন পৌঁছে গিয়েছেন মুর্শিদাবাদের বেলডাঙায়। আর কয়েকঘণ্টা পরই ঘটা করে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে বাবরি মসজিদের। কিন্তু, প্রশ্ন উঠছে জমি নিয়ে। বাবরি মসজিদের জন্য পর্যাপ্ত জমি পাবেন তো সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর? কী বলছেন আশপাশের জমির মালিক?




বাড়ছে ভোটের উত্তাপ, এবার নদিয়ায় সভা মমতার
আজ(শনিবার) বেলডাঙায় ১২ নম্বর জাতীয় সড়কের পাশে একফালি জমিতে হচ্ছে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান। জমিটি মেরেকেটে দেড় থেকে দু’কাঠা। দূর থেকে বহু মানুষ ইট নিয়ে এসে জড়ো করছেন সেই জমিতেই। কিন্তু, হুমায়ুন কবীর বাবরি মসজিদকে ঘিরে যে পরিকল্পনা করেছেন, তাতে কয়েক বিঘা জমি লাগবে। সেই জমি তিনি পাবেন কি না, তা নিয়ে কিছুদিন থেকেই প্রশ্ন উঠছে।

কয়েকদিন আগে এখানে নিজামুদ্দিন চৌধুরী নামে এক জমির মালিক তাঁর জমি ঘিরে দেন। তিনি বলেছিলেন, “বাবরি মসজিদ একটা বিতর্কিত ইস্যু। সেই আবেগ নিয়ে কেন খেলতে চাইছেন? এটা ছ বিঘা জায়গা। এই জায়গার মালিক আমি। কাউকে জায়গা বিক্রি করিনি। আর বাবরি মসজিদ কোথায় হবে, সেটা যিনি বানাবেন তাঁকেই জিজ্ঞাসা করুন।”

নিজামুদ্দিন চৌধুরীর পর এদিন আরও এক কৃষককে পাওয়া গেল, যাঁর জমি রয়েছে পাশেই। এদিন ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান দেখতে এসেছেন মোহিত শেখ নামে ওই কৃষকও। যে জমিতে ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, তার আল লাগোয়া জমির মালিক মোহিত শেখের পরিবার। জমির পরিমাণ প্রায় ১৫ কাঠা। মোহিত শেখের ৫ ভাই-বোনের জমি। জমির একটা অংশ বেড়া দেওয়া। আর একটা অংশ খোলা।

মোহিত শেখ বললেন, জমির ফসল যাতে নষ্ট না হয়, তাই তিনি জমি বেড়া দিয়ে ঘিরে রেখেছিলেন। এখন মানুষের আবেগ দেখে খুলে দিয়েছেন। এই জমি কি উনি দান করেছেন কিংবা বিক্রি করেছেন? মোহিত শেখ বললেন, “আমরা চাষাবাদ করে খাই। এই একটাই জমি রয়েছে। জমি বিক্রি কিংবা দান করিনি।” জমি বিক্রির কোনও প্রস্তাব কি তিনি পেয়েছেন? বৃদ্ধের উত্তর, আপাতত নয়। তবে প্রস্তাব পেলে আগামীতে তিনি ভেবে দেখবেন বলে জানালেন।

সবমিলিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও বাবরি মসজিদের জন্য হুমায়ুন পর্যাপ্ত জমি পাবেন কি না, তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছেই। তবে এদিন এই নিয়ে প্রশ্ন করা হলে হুমায়ন বলেন, “যাঁরা এসব বলছেন, তাঁরা ভবিষ্যতে উত্তর পেয়ে যাবেন।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours