সূত্রের খবর, উত্তরবঙ্গের এক বিধায়ক মঙ্গলবার বিধানসভায় হওয়া এক বৈঠকে প্রশ্ন তোলেন CAA-তে যাঁরা আবেদন করছেন, তাঁরা বিজেপির ক্যাম্পে আসছেন। তাঁরা ২০২৬ সালে ভোট দিতে পারবেন তো? এই প্রশ্নই করছেন। সূত্র থেকে এও জানা যাচ্ছে, ওই বিজেপি বিধায়ক এও বলেছেন, যাঁরা আবেদন করেছেন তাঁরা যদি ভোটই দিতে না পারেন,তাহলে ভোটে জেতা তো দূর অস্ত।
আবেদনকারীরা ভোট দিতে না পারলে এলাকায় ঢুকতে পারা যাবে না, সুকান্ত-শুভেন্দুকে আশঙ্কার কথা বললেন BJP বিধায়ক
সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী
সিএএ-তে (CAA) আবেদনের পর ভোটার তালিকায় নাম উঠবে তো? এই প্রশ্ন এবার তুললেন খোদ বিজেপিরই এক বিধায়ক। যাঁরা সিএএ-তে আবেদন করেছেন, আদৌ তাঁরা ছাব্বিশের ভোট দিতে পারবেন তো? এমনই প্রশ্ন তুলেছেন বিজেপির এক বিধায়ক বলে সূত্রের খবর। গত বুধবার (১২ অক্টোবর, ২০২৫) বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে চলা বৈঠকে উঠে এল সিএএ ও এসআইআর প্রসঙ্গ।
সূত্রের খবর, উত্তরবঙ্গের এক বিধায়ক মঙ্গলবার বিধানসভায় হওয়া এক বৈঠকে প্রশ্ন তোলেন CAA-তে যাঁরা আবেদন করছেন, তাঁরা বিজেপির ক্যাম্পে আসছেন। তাঁরা ২০২৬ সালে ভোট দিতে পারবেন তো? সূত্র থেকে এও জানা যাচ্ছে, ওই বিজেপি বিধায়ক এও বলেছেন, যাঁরা আবেদন করেছেন তাঁরা যদি ভোটই দিতে না পারেন,তাহলে ভোটে জেতা তো দূর অস্ত। এলাকায় যেতে পারবেন না বিজেপি বিধায়করা। যদিও, সেই সময় বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব আশ্বস্ত করেন,গোটা বিষয়টি সম্পর্কে দিল্লি নেতৃত্ব অবগত। শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্ব অবহিত। তাঁরা বিষয়টির একটি বিহিত করবেন।
'উকসা' অ্যাপে চলত কথাবার্তা, উমরের আচরণ অনেকদিন ধরেই বাড়াচ্ছিল সন্দেহ! তাও কেন চুপ ছিল পরিবার?
এখানে উল্লেখ্য, বিজেপি বিধায়ক যে দাবি করছেন, সেই দাবি তুলে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে আগেই করেছিল ‘আত্মদীপ’ নামে একটি সংস্থা। যাঁরা সিএএ-তে আবেদন করেছেন, তাঁরা কি ভোট দিতে পারবেন? অন্ততপক্ষে, সিএএ আবেদনের রসিদ এসআইআর-এ বিবেচ্য হোক বলে কোর্টে আবেদন করেছিল ওই সংস্থা। যদিও, হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলা খারিজ করে দেয়। ডিভিশন বেঞ্চের বক্তব্য, এই মামলায় সকলকে এক সঙ্গে কোন নির্দেশ দেওয়া যায় না। আলাদা আলাদা মামলায় বিবেচনা করা যায়। তাই সবাইকে এক নির্দেশ দেওয়ার পক্ষে আদালত নয়। এবার আজ একই প্রশ্ন তুললেন খোদ বিজেপি বিধায়ক।


Post A Comment:
0 comments so far,add yours