অভিজিৎ অভিযোগ করেছেন, "ফলতার বিডিও পুরো জাহাঙ্গিরের কথায় চলছেন। মৃতদের নাম বাদ দিতে দিচ্ছেন না বিএলও-দের। অনলাইনে আপলোড করতে বারণ করছেন। চাকরি যাওয়ার ভয়ে আতঙ্কে রয়েছেন বিএলও-রা।" এই নিয়ে শুক্রবার বিকালে সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের।
বিধায়ক জাহাঙ্গিরের কথায় মৃত ভোটারদের নাম বাদ দিতে দিচ্ছেন না'. আবারও সরব ববি
ফলতার বিডিও শানু বক্সীর বিরুদ্ধে সরব অভিজিৎ দাস ববি
কিছুদিন আগেই তিনি এলাকার এক দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে সরব হয়েছিলেন। অভিযোগ করেছিলেন এসআইআর চলাকালীন বিএলও-দের প্রভাবিত করছেন জাহাঙ্গির খান নামে এক তৃণমূল নেতা। এবার আরও একবার সরব ডায়মন্ড হারবারে গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়া বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। এবারও প্ল্যাটফর্ম সামাজিক মাধ্যম। তবে এবার তিনি সরব হয়েছেন বিডিও-র বিরুদ্ধে। তাঁর অভিযোগ, বিডিও তৃণমূল নেতা জাহাঙ্গিরের কথায় কাজ করছেন। তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
অভিজিৎ অভিযোগ করেছেন, “ফলতার বিডিও পুরো জাহাঙ্গিরের কথায় চলছেন। মৃতদের নাম বাদ দিতে দিচ্ছেন না বিএলও-দের। অনলাইনে আপলোড করতে বারণ করছেন। চাকরি যাওয়ার ভয়ে আতঙ্কে রয়েছেন বিএলও-রা।” এই নিয়ে শুক্রবার বিকালে সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের।
স্তবক বাদ থেকে জাতীয় গান! 'বন্দে মাতরম' ইস্যুতে শীতকালীন অধিবেশন শুরু করতে চায় কেন্দ্র
এদিকে, এদিনই বিএলও-দের বৈঠকে ডেকেছেন বিডিও শানু বক্সী। সেখানে এই নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। জাহাঙ্গিরের অভিযোগ, বিডিও চাইছেন মৃত ও স্থানারিত ভোটারদের ফর্ম ফিলাপ করাতে।
উল্লেখ্য, এই বিডিও শানু বক্সীর বিরুদ্ধে আগেও শাসকঘনিষ্ঠ হওয়ার অভিযোগ উঠেছে। বিডিও শানু বক্সীর বিদায়ে কেঁদেছিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে। শানু বক্সীর চাকরিও নিয়ে প্রশ্ন উঠেছিল। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বিডিও শানু বক্সির বদলি হওয়ার পর এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় তৃণমূল বিধায়ক সুকুমার দে আবেগে কেঁদে ফেলেন। বিধায়ককে চোখ মুছতে দেখা যায়। তা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার তাঁর বিরুদ্ধেই বিএলও-দের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। যদিও এই নিয়ে এখনও তৃণমূল নেতা জাহাঙ্গির কিংবা বিডিও-র তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Post A Comment:
0 comments so far,add yours