বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, "আমাদের পাঁচটি শিক্ষা দফতর, জনশিক্ষা থেকে উচ্চ-শিক্ষা। তিনি সাড়ে তিন বছর জেলে ছিলেন। বাঙালি হিসাবে আমাদের লজ্জা। সুপ্রিম কোর্ট তাঁর জামিন প্রক্রিয়া নিয়ে কিছু নির্দেশ দিয়েছিল।"
পার্থর জেলমুক্তি! কী বললেন জগন্নাথ-বিকাশ-কুণালরা?
পার্থকে নিয়ে কে কী বললেন?
জেলমুক্ত হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। সেই ২০২২ সালে জেলে গিয়েছেন। তারপর প্রায় তিন বছর সেখানেই কেটেছে। অবশেষে সব মামলায় জামিন পেয়েছেন পার্থ। আজ অর্থাৎ সোমবার সাক্ষ্য গ্রহণ শেষ হলেও প্রথমে পার্থর জামিন সংক্রান্ত পরবর্তী নির্দেশ স্থগিত রেখেছিলেন বিচারক। পরে পার্থর রিলিজ অর্ডার দেন। পার্থর সঙ্গে জেল থেকে ছাড়া পাচ্ছেন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যও। এতদিন পর পার্থর জেল মুক্তি! কী বলছেন রাজনীতিবিদরা?
'প্রধানমন্ত্রীকে চিঠি লিখব', বঙ্কিমচন্দ্রের ২ বংশধরকে পাশে বসিয়ে বললেন শমীক
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পার্থ বেরনো নিয়ে তেমন কোনও বক্তব্য রাখেননি। তিনি বলেন, “আইনের বিষয়। যদি সংশ্লিষ্ট ব্যক্তি কোর্টে কোনও ব্যক্তি জামিনের আবেদন করে থাকেন, আর কোর্ট যদি মনে করে জামিন পেতে পারেন তাহলে তিনি আইন মতোই জামিন পাবেন।” উল্লেখ্য, এর আগে পার্থ গ্রেফতার হতেই কুণাল বলেছিলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এমন কোনও প্রামাণ্য ও নথি তদন্তকারী সংস্থা কোর্টে জমা দেয় তাহলে দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে।”


Post A Comment:
0 comments so far,add yours