SIR ঘোষণার পর চোরাপথে বাংলাদেশে পালাতে এসে গত কয়েকদিনে অনেক বাংলাদেশি বিএসএফের হাতে ধরা পড়েছে। এই নিয়ে বিরোধী দলনেতা বলেন, "২০-২৫ শতাংশ মুসলিম বাংলাদেশি পালিয়েছে। সীমান্ত এলাকার গ্রাম ফাঁকা হয়ে গিয়েছে। নিউটাউনে কাজের লোকগুলো নেই।"
গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে কমিশন, ৪ তারিখের আগে পালাও', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর
শুভেন্দু অধিকারী
বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) ঘোষণার পর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে। এই আবহে বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে ফের তোপ দাগলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৪ নভেম্বরের আগে বাংলাদেশে পালানোর জন্য বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি দিলেন তিনি। একইসঙ্গে বললেন, “নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে। এখন সাপ বেরচ্ছে।”
পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যে এসআইআর ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ৪ নভেম্বর(মঙ্গলবার) থেকে বাড়ি বাড়ি পৌঁছে যাবেন বিএলও-রা। ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। সেকথা উল্লেখ করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি দিয়ে রবিবার শুভেন্দু বলেন, “আজকেও বলছি পালাও। হাতে এখনও ২৪ ঘণ্টা আছে। ৪ তারিখের আগে পালাও। ৪ তারিখে ফর্ম বিতরণের পর যে ফর্মগুলো রিটার্ন আসবে না, বাংলাদেশি মুসলিমদের ডিপোর্ট করবে বিএসএফ।” তিনি বলেন, “যে রাস্তা দিয়ে এসেছেন, কালকে ভোর হওয়ার আগে সেই রাস্তা দিয়ে পালান। ৭ ফেব্রুয়ারি ভোটার লিস্টে নাম না থাকলে রাজ্যের পুলিশ বাঁচাতে পারবে না।”
বাড়াবাড়ি করে মানুষকে বিপদে ফেলছে’, ভোটার অধিকার রক্ষা অভিযানে নামল সিপিএম
SIR ঘোষণার পর চোরাপথে বাংলাদেশে পালাতে এসে গত কয়েকদিনে অনেক বাংলাদেশি বিএসএফের হাতে ধরা পড়েছে। এই নিয়ে বিরোধী দলনেতা বলেন, “২০-২৫ শতাংশ মুসলিম বাংলাদেশি পালিয়েছে। সীমান্ত এলাকার গ্রাম ফাঁকা হয়ে গিয়েছে। নিউটাউনে কাজের লোকগুলো নেই। গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয়। নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে। সাপগুলো এখন বেরচ্ছে।”
শুভেন্দুর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, “তাহলে তো প্রশ্ন হবে, এরা যখন ঢুকছিল, তখন বিএসএফ আঙুল চুষছিল? ঢুকতে দিয়েছিল কেন?”


Post A Comment:
0 comments so far,add yours