দিল্লির ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে খাগড়াগড় বিস্ফোরণের কথা মনে করিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য, এ রাজ্য়তে সন্ত্রাসবাদীরা নিরাপদ জায়গা বলে মনে করে, তাই এখানে হামলা হয় না। এদিন শুভেন্দু বলেন, "মুর্শিদাবাদ তো ওদের ঘাঁটি।"


পাকিস্তান থেকে 'থ্রেট কল' পেলেন শুভেন্দু, বাংলাদেশ থেকে মেসেজ আসে রোজ


 লালকেল্লার কাছে বিস্ফোরণের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে এসেছে হুমকি ফোন। গত সোমবার দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে ১২ জনের। ঘটনার পর থেকে দেশ জুড়ে চলছে তল্লাশি। পশ্চিমবঙ্গেও পৌঁছে গিয়েছে এনআইএ-র একটি টিম। মুর্শিদাবাদের নবগ্রামে এক ব্যক্তিকে বুধবারই জিজ্ঞাসাবাদ করে গিয়েছে এনআইএ। এই আবহেই হুমকি ফোন পাওয়ার কথা জানালেন শুভেন্দু।

বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, গত মঙ্গলবার পাকিস্তান থেকে ফোন এসেছে তাঁর কাছে। এছাড়া বাংলাদেশ থেকে প্রায় প্রতিদিন হুমকি ফোন আসে বলেও দাবি করেছেন শুভেন্দু। তবে, তিনি কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি। সংশ্লিষ্ট জায়গায় জানিয়েছেন বলে জানান তিনি।



বিডিওই সেদিন থাকতে বলেছিলেন...', স্বপন কামিল্যা খুনে চাঞ্চল্যকর দাবি ধৃতের
দিল্লির ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে খাগড়াগড় বিস্ফোরণের কথা মনে করিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য, এ রাজ্য়তে সন্ত্রাসবাদীরা নিরাপদ জায়গা বলে মনে করে, তাই এখানে হামলা হয় না। এদিন শুভেন্দু বলেন, “মুর্শিদাবাদ তো ওদের ঘাঁটি। আনসারুল্লা বাংলা টিম ধরা পড়েছে ওখানে। মাদ্রাসা খুলে দেড় বছর চালিয়েছে। এই রাজ্য জঙ্গিদের নিরাপদ জায়গা। তাই এখানে হমলা হয় না। আর আমরা থ্রেট কল পাই।”

দিল্লির ঘটনার আগেই শাহিন নামে এক মহিলা চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে আরও দুজনের খোঁজ চালাচ্ছে গোয়েন্দারা, যারা ঢাকা মেডিক্যাল কলেজ থেকে পাশ করেছে। এরপর কাশ্মীরের অনন্তনাগ ও শ্রীনরে তারা ডাক্তারি করছেন। তবে এরা ডাক্তারি নয়, জঙ্গি গোষ্ঠীল জইশ-ই-মহম্মদের হয়ে কাজ চালাচ্ছিল। কিন্তু এদের খোঁজ এখনও মেলেনি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours