সূত্রের খবর, বুথ লেভেল অফিসারদের (BLO) তরফ থেকে ওঠা একাধিক অভিযোগ নিয়ে বৈঠকে হবে আলোচনা ওই বৈঠকে। আজকের মধ্যেই শেষ করতে হবে জেলায়-জেলায় এসআইআর ফর্ম দেওয়ার কাজ। জেলায়-জেলায় নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। 

জানা গিয়েছে, আজ বিকেল পাঁচটা থেকে এই বৈঠক ডাকা হয়েছে বিভিন্ন জেলার জেলাশাসক তথা ডিসট্রিক ইলেকশন অফিসার, ওসি ইলেকশনদের নিয়ে।


বিহারের বিধানসভা নির্বাচন শেষ। এবার পালা বাংলার। ইতিমধ্যেই বাংলায় চালু হয়েছে SIR প্রক্রিয়া। আর এই আবহে বাংলায় যাতে এই প্রক্রিয়া স্বাভাবিকভাবে সম্পন্ন হয় তার জন্য প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এই আবহের মধ্যেই এবার এসআইআর (SIR) নিয়ে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকদের উপস্থিতিতেই এই বৈঠক ডাকা হয়েছে।

সূত্রের খবর, বুথ লেভেল অফিসারদের (BLO) তরফ থেকে ওঠা একাধিক অভিযোগ নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। আজকের মধ্যেই শেষ করতে হবে জেলায়-জেলায় এসআইআর ফর্ম দেওয়ার কাজ। জেলায়-জেলায় নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। আগামী ১৮ নভেম্বর বৈঠক হবে। জানা গিয়েছে, বিকেল পাঁচটা থেকে এই বৈঠক ডাকা হয়েছে বিভিন্ন জেলার জেলাশাসক তথা ডিসট্রিক ইলেকশন অফিসার, ওসি ইলেকশনদের নিয়ে। কেন এই বৈঠক? জানা যাচ্ছে, একাধিক জায়গায় ভোটারদের অনুপস্থিতি, মৃত ভোটারদের তালিকা তৈরির প্রস্তুতি কতদূর এগোল? তা নিয়ে আলোচনা করতেই জরুরি বৈঠক আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বলেই কমিশন সূত্রে খবর।

২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল, ব্যক্তির আত্মহত্যায় SIR আতঙ্কের অভিযোগ
দিব্যি জাঁকিয়ে বসেছিল বাংলায়, SIR শুরু হতেই চোরাপথে বাংলাদেশে পালানোর ছক যুবকের
উল্লেখ্য, এসআইআর (SIR) নিয়ে একের পর এক অভিযোগ আগেই উঠেছে। বিএলও-দের একাংশের বিরুদ্ধে অভিযোগ যে তাঁরা যেখান-সেখান থেকে ফর্ম দিচ্ছিলেন। কোথাও দেখা যাচ্ছিল, কখনও বাসস্ট্য়ান্ড বা কখনও রাস্তার ধারের চায়ের দোকান থেকে ফর্ম দিচ্ছিলেন বিএলও-রা। কেউ কেউ আবার তৃণমূল নেতার বাড়ি থেকেও ফর্ম দিয়েছেন। এই সমস্ত কিছু কমিশনের কাছে যেতেই সঙ্গে-সঙ্গে নড়েচড়ে বসে তারা। শোকজ করার হুঁশিয়ারি দেওয়া হয়। পরবর্তীতে প্রায় আট জন বিএলও-কে শোকজও করে কমিশন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours