কেউ কেউ বলছেন, শুধু বাংলায় নয়, এবার গোটা দেশজুড়ে এসআইআর ঘোষণা করতে চলেছে কমিশন। কিন্তু কেন এত জল্পনা-কল্পনা? কারণ একটাই, সোমবার বিকালেই সাংবাদিক বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন।

আগামিকাল থেকে বাংলায় শুরু SIR, জানাল কমিশন
প্রতীকী ছবি


বাংলায় আগামিকাল থেকে SIR
আগামিকাল থেকে বাংলায় শুরু হবে SIR, ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। সোমবার বাংলা-সহ মোট ১২টি রাজ্য়ে SIR-এর ঘোষণা করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন তিনি জানালেন, ‘আন্দামান ও নিকোবর, ছত্তীসগঢ়, গুজরাট, গোয়া, কেরল, লাক্ষ্মাদ্বীপ, মধ্য প্রদেশ, পুঁদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে আগামিকাল থেকে শুরু SIR।’

27 Oct 2025 04:43 PM (IST)
মঙ্গলে বৈঠক
কমিশন জানিয়েছে, যে সকল রাজ্যে তাঁরা এসআইআর ঘোষণা করতে চলেছে। সেখানকার রাজনৈতিক দলগুলির সঙ্গে মঙ্গলবার অর্থাৎ আগামিকাল বৈঠকে বসবে কমিশন।

27 Oct 2025 04:42 PM (IST)
ERO-র প্রশ্নবাণ
২০০৩-এর সঙ্গে যদি যোগ না পাওয়া যায়, বাবা-মা না থেকে থাকে, তাদের ক্ষেত্রে ইআরও নোটিস জারি করবে। নোটিসের পর শুনানি হবে। সেই শুনানিতে ইআরও প্রশ্ন করতে পারেন, ওই সময় সংশ্লিষ্ট ভোটাররা কোথায় ছিলেন? বা তাঁর বাবা-মা কোথায় ছিলেন?

27 Oct 2025 04:40 PM (IST)
তিন তিনবার বাড়িতে আসবে BLO-রা
কমিশন জানিয়েছে, বুথ লেভেল অফিসার তিনবার পর্যন্ত বাড়িতে যাবে। প্রথমবার যদি ভোটার বাড়িতে না থাকেন, তাহলে দ্বিতীয়বার যাবে। তারপরও না পেলে তৃতীয়বার যাবে। এছাড়াও, যদি ভোটারের মৃত্যু হয়, বা স্থায়ীভাবে বাইরে চলে গিয়েছে, বা একাধিক জায়গায় নাম নথিভুক্ত হয়ে গিয়েছে, তারা ফর্ম ফিল আপ করতে পারবেন না। এনুমারেশন ফর্ম পূরণের ক্ষেত্রে আর কোনও বাড়তি নথি দেখাতে হবে না। শুধু ২০০৩-এর ভোটারের সঙ্গে যোগ দেখাতে হবে।

27 Oct 2025 04:38 PM (IST)
রাত ১২টায় ফ্রিজ হবে ভোটার তালিকা
যেসব রাজ্যে SIR পূর্ব-নির্ধারিত রয়েছে, সেখানকার ভোটার তালিকা সোমবার রাত ১২:০০ টা নাগাদ ফ্রিজ করে দেওয়া হবে বলেই সাংবাদিক বৈঠক থেকে জানিয়েছে কমিশন।

27 Oct 2025 04:36 PM (IST)
অনলাইনে করা যাবে SIR আবেদন
রয়েছে অনলাইনের সুবিধা। SIR-র আবেদন করা যাবে অনলাইনেই। যারা কোনও কারণে বাড়িতে থাকবেন না বা কর্মসূত্রে অন্য রাজ্যে থাকেন। তাঁরা নিজেদের রাজ্য়ে ভোটার তালিকায় নাম তোলার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

27 Oct 2025 04:34 PM (IST)
নিজের নাম বা বাবা-মায়ের নাম থাকলে দিতে হবে না কোনও কাগজ: জ্ঞানেশ
মুখ্য নির্বাচন কমিশনার বললেন, ‘SIR-এর সময় আধিকারিকরা সবার প্রথমে Enumeration Form প্রিন্ট করবে। তারপর তা বিএলও-রা ভোটারদের বাড়িতে পাঠিয়ে দেবেন। সেই Enumeration Form-র ভিত্তিতে ভোটাররা নিজেদের নাম যাচাই করবেন। শেষ এসআইআর ভোটার তালিকায় কোনও ভোটারের নাম বা তাঁর বাবা-মায়ের নাম থাকলে দিতে হবে না কোনও কাগজ।’

27 Oct 2025 04:31 PM (IST)
কেন প্রয়োজন SIR?
জ্ঞানেশ বললেন, ‘ভারতের উন্নয়নের সাথে সাথে, মানুষের স্থানচ্যুতি বা স্থানান্তরের ফলে তাদের নাম দুটি জায়গায় তালিকায় আসে। নামও বাদ দেওয়া যেতে পারে, তাই তাদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন। মৃত্যুর পরেও নাম বাদ দেওয়া হয় না। ভোটার তালিকায় বিদেশীদের অন্তর্ভুক্তি।’

27 Oct 2025 04:27 PM (IST)
দেশের ১২ রাজ্য়ে হবে এসআইআর: জ্ঞানেশ কুমার
১২ রাজ্যে শুরু হবে এসআইআর। সোমবারের বৈঠক থেকে দেওয়া হল সেই বার্তাই। জ্ঞানেশ কুমার বললেন, ‘এসআইআর-র দায়িত্ব যোগ্যদের রাখা, অযোগ্যদের বাদ দেওয়া। আর যে কোনও নির্বাচনের আগে এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিহারে এসআইআর সফল হয়েছে। সেখানে এখনও পর্যন্ত কোনও অভিযোগ বা আবেদন আসেনি।’

27 Oct 2025 04:25 PM (IST)
এবার SIR-র দ্বিতীয় পর্যায়, বললেন জ্ঞানেশ কুমার
ছট পুজো উপলক্ষে বিহারের এসআইআর সাফল্যের কথা উল্লেখ করে শুরু হল আজকের কমিশনের বৈঠক। মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বললেন, ‘বিহারে এসআইআর সফল হয়েছে। এবার অন্য় রাজ্য়গুলিতেও দ্বিতীয় পর্যায়ের প্রক্রিয়া শুরু হবে।’


মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে সোমবার বিকালে শুরু হল নির্বাচন কমিশনের বিশেষ বৈঠক। এসআইআর-র ভবিষ্যৎ নির্ধারণ হবে এই বৈঠক থেকেই?


ক্ষণিকেই শুরু হবে বৈঠক
সোমবার বিকাল ৪টে ১৫মিনিট থেকে সাংবাদিক বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। হাতে আর কয়েক মিনিট।তারপরই বার্তা দেবে কমিশন।

নয়াদিল্লি: বাংলায় আজই ঘোষণা হবে এসআইআর? সেই নিয়েই শুরু হয়েছে জল্পনা। কেউ কেউ বলছেন, শুধু বাংলায় নয়, এবার গোটা দেশজুড়ে এসআইআর ঘোষণা করতে চলেছে কমিশন। কিন্তু কেন এত জল্পনা-কল্পনা? কারণ একটাই, সোমবার বিকালেই সাংবাদিক বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours