গত ২৬ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির শেষ মামলাতেও কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু, সুপ্রিম কোর্টের একটি শর্তের জন্য জেল থেকে এখনও বেরতে পারেননি তিনি। গত ১৮ অগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, চার সপ্তাহের মধ্যে চার্জ গঠন করবে নিম্ন আদালত। তার পরে ২ মাসের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি নথিবদ্ধ করতে হবে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের জুলাই থেকে জেলে রয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে সব মামলায় জামিন পেয়েছেন। তারপরও এখনও জেলেই রয়েছেন। এবার জেল থেকে বেরতে মরিয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়ালি শুনানিতে অংশ নিয়ে তিনি বললেন, জেল থেকে বেরতে নিজেই সওয়াল করতে চান।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি, সিবিআইয়ের সব মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। গত ২৬ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির শেষ মামলাতেও কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু, সুপ্রিম কোর্টের একটি শর্তের জন্য জেল থেকে এখনও বেরতে পারেননি তিনি। গত ১৮ অগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, চার সপ্তাহের মধ্যে চার্জ গঠন করবে নিম্ন আদালত। তার পরে ২ মাসের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি নথিবদ্ধ করতে হবে। সাক্ষ্য গ্রহণ শেষ হলে পার্থকে জেল থেকে ছাড়া হবে।
শুরু হতে চলেছে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এবারের বিশেষ চমক কী?
এদিন আলিপুর বিশেষ সিবিআই আদালতে শুনানিতে ভার্চুয়ালি অংশ নিয়ে ‘ধীরগতিতে’ সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া নিয়ে উষ্মা প্রকাশ করেন পার্থ। তখন তিনি জানান, প্রয়োজনে নিজের হয়ে নিজেই সওয়াল করতে চান। পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বিচার প্রক্রিয়া যাতে দ্রুত শেষ হয় তার জন্য দরকারে নিজের হয়ে নিজেই সওয়াল করব। আমার কেসে (গ্রুপ সি) ১৪ তারিখ (নভেম্বর) পর্যন্ত সাক্ষ্য গ্রহণ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু, যেভাবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তাতে কিছু বোঝা যাচ্ছে না।”
প্রাক্তন শিক্ষামন্ত্রী এদিন বলেন, বিচার প্রক্রিয়ায় তাঁর সঙ্গে যুক্ত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ না করায় বিলম্ব হচ্ছে বিচার প্রক্রিয়া। তার জেরে তাঁর জেল থেকে মুক্তি হচ্ছে না বলে মনে করেন পার্থ।


Post A Comment:
0 comments so far,add yours