ভয়াবহ হামলার ঘটনা উত্তরবঙ্গে। বিজেপির বিধায়ক ও সাংসদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। হাসপাতালে চিকিৎসাধীন খগেন মুর্মু। হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধেই। গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ইট, পাথর।


 উত্তরবঙ্গের বিপর্যয়ের মধ্যেই হামলার ঘটনা। আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সোমবার বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে হামলার মুখে পড়তে হল দুই নেতাকে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে খগেন মুর্মুকে। বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন, তাঁদের গাড়ি লক্ষ্য করে হামলা হয়। কেন্দ্রীয় বাহিনীর পক্ষেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। গাড়ির কাচ ভেঙে গিয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই উঠছে অভিযোগ।


জলপাইগুড়ির নাগরাকাটার ঘটনা। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন বিধায়ক সাংসদ গাড়িতে যাচ্ছিলেন বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে। আচকাই দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। শঙ্কর ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও, হাসপাতালে থাকায় উত্তর দিতে পারেননি। তিনি শুধু বলেন, “গাড়ির কাচ ভেঙে গিয়েছে। বাটাম দিয়ে মেরেছে। খগেন দা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।”



এদিকে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানান, তিনি এমন কোনও ঘটনার কথা শোনেননি। মন্ত্রী বলেন, “আমি কিছু শুনিনি। আমার জানা নেই। একইসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে তোলা অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন উদয়ন।” তিনি বলেন, “কে বলল এটা তৃণমূল করছে? সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এই কাজ করতে পারে।”

শঙ্কর ঘোষ একটি ভিডিয়ো সামনে এনেছেন, যেখানে দেখা যাচ্ছে, খগেন মুর্মু রক্তাক্ত অবস্থায় গাড়ির মধ্যে বসে রয়েছে। রক্তে তাঁর পাঞ্জাবী ভিজে যাচ্ছে। ভেঙে গিয়েছে পুরো কাচ। হামলার মুখে পড়ে যখন কোনও ক্রমে বেরিয়ে যাচ্ছিলেন সাংসদ ও বিধায়ক, ঠিক সেই সময় তাঁদের পিছন দিক থেকে দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ। রীতিমতো প্রাণভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন তাঁরা। ছবিতে দেখা যাচ্ছে, গাড়িতে ওঠার সময়ই পিছন দিক থেকে মারধর করা হয়েছে তাঁদের।

এই ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা নিশীথ প্রামাণিক বলেন, “দলমত নির্বিশেষে বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে দাঁড়ানোর সময় এটা। অথচ এরকম একটা সময়ে রাজনীতি করতে ছাড়ছে না তৃণমূল। সাংসদকে প্রাণে মেরে ফেলার মতো করে আক্রমণ করা হল, এটা মেনে নেওয়া যায় না।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours