এ দিন মঞ্জু বলেন, "ঘরের মধ্যে ছিলাম। ওকে ইট দিয়ে মারার চেষ্টা করছে। খুন করতে চাইছেন মুখ্যমন্ত্রী। সিভিক পুলিশও ছিল দেখছিলাম।" তিনি এও বলেন, "ওরা তো মানুষকে দেখতে গিয়েছিলেন। এমন কেউ করে? আমরা অভিযোগ করব কেন্দ্রীয় নেতৃত্বকে।


 রক্তাক্ত খগেন, মার খেয়েছে শুনেই তাঁর স্ত্রী বললেন দিল্লিতে জানাবেন
খগেন মুর্মুর স্ত্রী


 ‘আধ ঘণ্টা আগেও কথা হয়েছিল…’,ফুঁপিয়ে-ফুঁপিয়ে কাঁদছেন খগেন মর্মুর স্ত্রী মঞ্জু কিস্কু, আর বলছেন…’সবটা তৃণমূলের চক্রান্ত।’ উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে হামলার মুখে পড়তে হয় দুই নেতাকে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ইতিমধ্যেই খগেনকে দেখতে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ান দিয়েছেন তাঁর স্ত্রী মঞ্জু কিস্কু ও তাঁর পরিবারের সদস্যরা।


এ দিন মঞ্জু বলেন, “ঘরের মধ্যে ছিলাম। ওকে ইট দিয়ে মারার চেষ্টা করছে। খুন করতে চাইছেন মুখ্যমন্ত্রী। সিভিক পুলিশও ছিল দেখছিলাম।” তিনি এও বলেন, “ওরা তো মানুষকে দেখতে গিয়েছিলেন। এমন কেউ করে? আমরা অভিযোগ করব কেন্দ্রীয় নেতৃত্বকে। এর পিছনে তৃণমূল আছে। ওইখানে তো আমরা সিভিক পুলিশকেও দেখেছি রয়েছে।” এই পুরো বিষয়টি তাঁরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও জানাবেন বলেছেন।




উল্লেখ্য, গতকাল ভয়ঙ্করভাবে প্লাবিত হয় উত্তরবঙ্গের একাংশ। প্রচুর মানুষের মৃত্যু হয়। আজ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছনোর আগেই সেখানে যাচ্ছিলেন শঙ্কর ঘোষ ও খগেন মুর্মু। জলপাইগুড়ির নাগরাকাটায় পৌঁছতেই আচকাই দুষ্কৃতী হামলা হয়। এতটাই মারধর করা হয় যে একটি ভিডিয়ো থেকে দেখা যায়, খগেন মুর্মু রক্তাক্ত অবস্থায় গাড়ির মধ্যে বসে রয়েছে। রক্তে ভিজে রয়েছে তাঁর পাঞ্জাবী। ভেঙে গিয়েছে গাড়ির কাচ। জুতো ছুড়ে মারা হয় শঙ্করকে। এরপরই আহত সাংসদ ও বিধায়ককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours