কোনও রকম প্রতিমা ভাঙা হয়নি বলে এ দিন দাবিও করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তিনি বলেন, "দুর্গাপ্রতিমা ভাঙা হয়নি। হিন্দুদের উপর অত্যাচার হয় না। আমি এখানে যা দেখছি। অনেক হিন্দু পরিবারের সঙ্গে কথা বললাম। এখানে তো ঢাকেশ্বরী মন্দির আছে। আমি যাব। এখানে সুন্দর পরিবেশ। কোনও হিন্দু-মুসলমান বিভাজন নেই।


একদম প্র্যাকটিক্যাল বলছি, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হয় না, এখানে সুন্দরভাবেই দুর্গাপুজো হয়', ওপার বাংলায় দাঁড়িয়ে বললেন হুমায়ুন
হুমায়ুন কবীর, বিধায়ক

বাংলাদেশ (Bangladesh) গিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। ঘুরতে যাওয়ার সে সব ছবি সকলের সঙ্গে ইতিমধ্যেই ভাগ করে নিয়েছেন তিনি। কক্সবাজার থেকে পদ্মাসেতু সবই ঘুরেছেন। আর সেখান থেকেই এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন বিধায়ক। তাঁর দাবি, বাংলাদেশে হিন্দুদের উপর কোনও অত্যাচার হয় না। সবটাই মিথ্যা প্রচার।


৩৬ বছর পর বাংলাদেশ গিয়েছেন তৃণমূল বিধায়ক। সেখানে তাঁর অনেকে আত্মীয়-স্বজন রয়েছেন। ঢাকা-ধানমণ্ডি-রাজশাহী-খুলনা সহ একাধিক জায়গায় তাঁর পরিবারের লোকজন থাকেন। তাঁরা সকলেই কলকাতায় এলেও, বিধায়কের যাওয়া হয় না বাংলাদেশে। আর সেই কারণে এবার একেবারে ছুটির মেজাজে সেখানে তিনি। প্রায় চোদ্দ দিন ওপার বাংলাতেই থাকবেন তৃণমূল বিধায়ক টিভি ৯ বাংলাকে জানিয়েছেন সে কথা।



হুমায়ুন বলেন, “জ্য়োতিবাবুর বাংলাদেশের বাড়ি দেখলাম। ভাল লাগল। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভাল। গত অগস্টে যে ঘটনা ঘটেছে এখন শান্ত । এখানকার সম্প্রীতি ভাল। যেভাবে অপ্রচার করে এখানে হিন্দুদের উপর অত্যাচার হয়, সেটা সর্বৈব মিথ্যা। এখানে অনেক সুন্দরভাবে দুর্গাপুজো হয়। কক্সবাজার গেছিলাম সেখানেও পুজো হয়, ঢাকাতে তো হয়। পদ্মাসেতু ঘুরেছি। পদ্মাতে ঘুরেছি বোটে। কলকাতা থেকে ঢাকায় বাস ঢুকল।”

কোনও রকম প্রতিমা ভাঙা হয়নি বলে এ দিন দাবিও করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তিনি বলেন, “দুর্গাপ্রতিমা ভাঙা হয়নি। হিন্দুদের উপর অত্যাচার হয় না। আমি এখানে যা দেখছি। অনেক হিন্দু পরিবারের সঙ্গে কথা বললাম। এখানে তো ঢাকেশ্বরী মন্দির আছে। আমি যাব। এখানে সুন্দর পরিবেশ। কোনও হিন্দু-মুসলমান বিভাজন নেই। একদম প্র্যাকটিক্যাল বলছি, সবটাই ফালতু খবর। তবে হ্যাঁ চিন্ময় দাসের ঘটনাটা ঘটেছে। তাও সেটা আবার ওদের নিজস্ব কিছু ঝামেলা। এখানে অনেক হিন্দুদের বড়-বড় ব্যবসা আছে।” বস্তুত, এর আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসও দাবি করেছিলেন, ভারতে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। বাংলাদেশে হিন্দু সহিংসতা হচ্ছে না। সবটাই ভিত্তিহীন অভিযোগ। এবার সেই একই সুর কার্যত শোনা গেল হুমায়ুনের গলায়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours