বস্তুত, এ রাজ্যে সংখ্যালঘু ভোট যে একটা নির্ণায়ক ফ্যাক্টর সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। বাম-জমানা হোক বা তৃণমূল জমানা, এই সংখ্যালঘু ভোট যার দিকে যায় তারা যে রাজনৈতিকভাবে সুবিধা লাভ করে সেটা নতুন কিছু না। প্রসঙ্গত, বারবরই বিরোধীরা অভিযোগ করে তৃণমূল সংখ্যালঘু ভোটের সুবিধা পায়।
সংখ্যালঘু ভোট ভাগাভাগি হবে? বড় কথা বলে দিলেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা
শনিবার দক্ষিণ দিনাজপুর ও মালদহে গিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখান থেকে কখনও তিনি এসআইআর (SIR) কখনও বা CAA নিয়ে সরব হতে দেখা গেছে তাঁকে। এমনকী, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। এই আবহের মধ্যেই এবার শুভেন্দুর দাবি, বাংলার মুসলমান ভোটে ভাগ বসাবে নওশাদ সিদ্দিকি ও আসাউদ্দিন ওয়েসি।
সামনের বছর বিধানসভা নির্বাচন। তার আগে জোর প্রস্তুতি চলছে। তৃণমূল-বিজেপি দু’পক্ষই নিজের নিজের মতো ঘর গোছাচ্ছে। এদিন, শুভেন্দু যান মালদহে। সেখান থেকে তিনি বলেন, “মুসলিম ভোট আসাউদ্দিন ওয়েসি ও নওশাদ সিদ্দিকির কাছে যাচ্ছে। এটুকু ওদের কর্মসূচি দেখে মনে হয়েছে আমার।”
বস্তুত, এ রাজ্যে সংখ্যালঘু ভোট যে একটা নির্ণায়ক ফ্যাক্টর সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। বাম-জমানা হোক বা তৃণমূল জমানা, এই সংখ্যালঘু ভোট যার দিকে যায় তারা যে রাজনৈতিকভাবে সুবিধা লাভ করে সেটা নতুন কিছু না। প্রসঙ্গত, বারবরই বিরোধীরা অভিযোগ করে তৃণমূল সংখ্যালঘু ভোটের সুবিধা পায়। তাঁদের জয়ের পিছনে মহিলা ও সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক কাজ করে। সেখানে আজ শুভেন্দু বললেন, এই ভোট নাকি যাচ্ছে নওশাদ ও আসাউদ্দিনের কাছে। আজ মালদহের সভা থেকে টার্গেটও বেঁধে দেন বিরোধী দলনেতা। মালদহে কত আসন পেতে হবে সে বিষয়টিও উল্লেখ করেন তিনি। বলেন, “এবার ১২টার মধ্যে ১১টা সিট জেতাতে হবে। ওই সুজাপুরটা হবে না। আমরা ৮ শতাংশ। ওরা ৯২ শতাংশ। বাকি সব সিট জেতাতে হবে। এই শপথ নিতে হবে।


Post A Comment:
0 comments so far,add yours