বৃষ্টিকে উপেক্ষা করে গঙ্গাসাগরের লক্ষ্মী বাজারে শুরু হলো ঐতিহ্যবাহী পুজো
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের লক্ষ্মী বাজারে সকল প্রতিকূলতাকে জয় করে শুরু হলো ঐতিহ্যবাহী লক্ষ্মী মায়ের পুজো। একটানা বৃষ্টি চললেও তাতে উৎসাহে এতটুকু ভাঁটা পড়েনি। এলাকাবাসীর উদ্যোগে প্রতি বছরের মতো এবারও ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে এই উৎসব।
এই পুজো এ বছর ৪৬তম বর্ষে পদার্পণ করল। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে চলে আসা এই পুজো কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এলাকার এক মেলবন্ধনের উৎসব।
পুজো উপলক্ষে লক্ষ্মী বাজার সেজে উঠেছে বর্ণময় রূপে। জানা গেছে, আগামী বেশ কয়েক দিন ধরে সন্ধ্যাবেলায় নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। পুজোকে ঘিরে স্থানীয়ভাবে একটি মেলাও বসেছে, যেখানে ভিড় করছেন দূর-দূরান্তের মানুষ। বৃষ্টি উপেক্ষা করে সকলে এই উৎসবে সামিল হচ্ছেন।


Post A Comment:
0 comments so far,add yours