লক্ষ্মী পুজোর দিন পথের সাথী ফাউন্ডেশনের উদ্যোগে শ্যামা পূজার খুঁটিপূজা হলো, এবছর উদ্বোধনী অনুষ্ঠানে আসছে বিখ্যাত গায়ক স্নিগ্ধজিৎ
দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের অন্যতম ঐতিহ্যবাহী শ্যামা পূজার আয়োজন করে পথের সাথী ফাউন্ডেশন। বিগত বেশ কিছু বছর ধরে পুজোর পাশাপশি বিভিন্ন সামাজিক কাজও করে থাকেন এই ফাউন্ডেশন এর কর্মকর্তারা। ২০২৫ এর পথের সাথী ফাউন্ডেশনের শ্যামা পুজোর খুঁটি পুজো হলো আজ। পুজোর আগের থেকেই পুজো প্রস্তুতির সাথে শুরু হয় অনুষ্ঠান এবং সমাজসেবা মূলক কাজ। এর মধ্যে অন্যতম প্রতি বছরই করা হয় রক্তদান শিবির, বহু মানুষ এই রক্তদান শিবিরে তাদের অমূল্য রক্ত দান করে থাকেন।
আগামী ১৬ই অক্টোবর কাকদ্বীপ ব্লাড ব্যাংকের সহযোগিতায় এবং শ্যামাপূজো উপলক্ষে পথের সাথী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত হবে রক্তদান শিবির। আগামী ১৮ই অক্টোবর মূল অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে কাকদ্বীপ পঞ্চদ্বীপ সংঘের মাঠে। কয়েক হাজার দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ ও বয়স্ক ব্যক্তিদের ধুতি বিতরণ এবং বিশেষ ভাবে সক্ষম মানুষদের জন্য হুইল চেয়ার বিতরণ করা হবে। এর পরই উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে সঙ্গীত সন্ধ্যা, আসছে বিশিষ্ট শিল্পী স্নিগ্ধজিৎ, যার গান আপনারা ইতি মধ্যে বিভিন্ন টিভি প্রোগ্রাম এবং রিয়ালিটি শো তে শুনেছেন। এছাড়াও থাকছে প্রতিদিন সান্ধ্যকালের অনুষ্ঠান, খেলাধুলা এবং প্রসাদ বিতরণ। প্রতিবছর এই পুজো দেখতে ভিড় জমায় বহু ভক্তবৃন্দ। এ বছরও অনেক ভক্তবৃন্দ এবং দর্শনার্থীর সমাগম হবে বলে আশাবাদী এই ফাউন্ডেশন এর কর্মকর্তারা।
ব্যুরো রিপোর্ট কাকদ্বীপ ডট কম


Post A Comment:
0 comments so far,add yours