সূত্রের খবর, যে সময় এ ঘটনা ঘটে সেই সময় বেশ কিছু দর্শনার্থী ছিলেন মণ্ডপের ভিতরে। মুহূর্তেই জানা যায় দু’জন আহত হয়েছেন। পরবর্তীতে আরও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর মেলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।


চন্দননগরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৭০ ফুটের বিশাল মণ্ডপ! উল্টে গেল ‘সবথেকে বড়’ জগদ্ধাত্রীও
স্থানীয় বাসিন্দারই উদ্ধার কাজে হাত লাগান


ট্যাগ লাইন ছিল বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী। কিন্তু পুজো শুরুর মুখেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশালাকার মণ্ডপ। উল্টে গেল বিশালাকার প্রতিমাও। আহত হয়েছেন বেশ কয়েকজন। বর্তমানে তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা চন্দননগরের কানাইলাল পল্লীতে। বেশ কয়েকজন দর্শনার্থী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। একইসঙ্গে পুজো পরিক্রমায় আসা বেশ কয়েকজন বিচারকও আহত হয়েছেন বলে খবর। 

সূত্রের খবর, এবারের পুজোয় দর্শনার্থীদের বড় চমক দিতে প্রায় ৭০ ফুটের পুজো মণ্ডপ তৈরি করেছিল কানাইলাল পল্লী। মণ্ডপের সামনে ফাইবারের জগদ্ধাত্রী তৈরি করা হয়েছিল। কিন্তু খুব বেশি উচ্চতা হওয়ায় হালকা হাওয়াতেই সবটাই উল্টে যায়। রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। 




'আগে পয়সা নিতাম না, এখনই নিই!' কোন ঘটনায় সিদ্ধান্ত বদলালেন কৌশিক গঙ্গোপাধ্যায়?
সূত্রের খবর, যে সময় এ ঘটনা ঘটে সেই সময় বেশ কিছু দর্শনার্থী ছিলেন মণ্ডপের ভিতরে। মুহূর্তেই জানা যায় দু’জন আহত হয়েছেন। পরবর্তীতে আরও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর মেলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ততক্ষণে উদ্ধার কাজে হাত লাগিয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধার কাজে হাত লাগান ক্লাবের সদস্যরাও। পুলিশ এসেও উদ্ধার কাজ শুরু করে। মণ্ডপের নিচে কেউ চাপা পড়ে আছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যাঁদের উদ্ধার করা হয়েছে তাঁদের দ্রুত চন্দননগর হাসাপাতালে পাঠানো হয়। সেখানেই চলছে চিকিৎসা। ঘটনাস্থলে আসেন চন্দননগর পুলিশের কমিশনার অমিত পি জাভালগি-সহ উচ্চপদস্থ কর্তারা। কী করে পুরো ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি সব কিছুর অনুমতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours