পুজোয় প্রাণের সঞ্চার! রক্তদান শিবিরে মন্ত্রী দিলেন চারাগাছ, সবুজ বার্তা গঙ্গাসাগরে


কালীপুজো মানে শুধু আলোর রোশনাই নয়, এ যেন প্রাণের উৎসব! সেই উৎসবের আবহে সেবাই পরম ধর্ম - এই বার্তা নিয়ে গঙ্গাসাগর কোস্টাল থানায় হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। বৃহস্পতিবার এই জনহিতকর কর্মসূচির উদ্বোধন করলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
শিবিরটি শুধু রক্তদান করেই থেমে থাকেনি, মানবসেবার সঙ্গে প্রকৃতি সুরক্ষার এক অভিনব মেলবন্ধন ঘটল এখানে। উদ্বোধনের পর মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা প্রত্যেক রক্তদাতার হাতে উপহার হিসাবে একটি করে চারাগাছ তুলে দেন। রক্তদানের মাধ্যমে প্রাণ বাঁচানোর অঙ্গীকার এবং চারাগাছ দিয়ে পরিবেশ রক্ষার শপথ - একই মঞ্চ থেকে দুই মহৎ কাজের প্রেরণা দেওয়া হয় এদিন।



এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। মন্ত্রী ছাড়াও শিবিরে উপস্থিত ছিলেন সাগর এসডিপিও সুমন কান্তি ঘোষ, গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি পার্থ সাহা, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কোস্টাল থানার এই অভিনব শিবিরটি প্রমাণ করল, উৎসবের দিনেও জনসেবার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। রক্তদান ও বৃক্ষরোপণের এই যুগলবন্দী আগামী দিনে আরও বহু মানুষকে এই ধরনের সামাজিক উদ্যোগে সামিল হতে অনুপ্রাণিত করবে বলে আশা করা যায়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours