পুজো ও সংহতির ডবল ধামাকা! গঙ্গাসাগরে কাল থেকে 'ছয়-এর ঘেরি'-তে জমছে জগদ্ধাত্রী মেগা-উত্সব
পুজো মানেই কেবল দেবী আরাধনা নয়, এ হল মহামিলনের ক্ষেত্র। আর সেই সংহতির বার্তা নিয়েই আগামীকাল থেকে গঙ্গাসাগরের বুকে শুরু হচ্ছে এক অভূতপূর্ব মহাযজ্ঞ। দক্ষিণ ২৪ পরগনা জেলার তীর্থভূমি গঙ্গাসাগরের 'ছয়-এর ঘেরি'তে কাল থেকে ধুমধাম করে শুরু হতে চলেছে জগদ্ধাত্রী পুজো ও সংহতি মেলা ২০২৫। এই যুগলবন্দী উৎসবে এখন সাজো সাজো রব।
আগামীকাল থেকে শুরু করে টানা পাঁচ দিন ধরে চলবে এই বিশেষ মেলা। ইতিমধ্যেই উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে। বিশাল তোরণ, আলোর সজ্জা আর মেলার বিভিন্ন স্টল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। স্থানীয় প্রশাসন ও উদ্যোক্তারা সম্পূর্ণ প্রস্তুত এই পাঁচ দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানের জন্য।
এই সংহতি মেলা শুধু জগদ্ধাত্রী পুজোর ধর্মীয় ভাবগাম্ভীর্যই বহন করবে না, বরং এর মধ্য দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও ঐক্য স্থাপনের বার্তা দেওয়া হবে। পাঁচ দিনের এই মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকনৃত্য, নাটক এবং বহিরাগত শিল্পীদের পরিবেশনা।
গঙ্গাসাগরের পবিত্র ভূমি জগদ্ধাত্রী পূজা এবং সংহতি মেলার মাধ্যমে এক ভিন্ন মাত্রার ঐতিহ্যের সাক্ষী হতে চলেছে। উদ্যোক্তাদের আশা, এই মেগা-উত্সব দেখতে জেলা ও জেলার বাইরে থেকে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটবে এবং এটি এক অনন্য মিলনক্ষেত্র হয়ে উঠবে। গঙ্গাসাগরের ছয়-এর ঘেরি এখন উৎসবের আমেজে মাতোয়ারা।


Post A Comment:
0 comments so far,add yours